বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অ্যামেরিকান বিখ্যাত সংগীতশিল্পী ও সংগীত রচয়িতা টেইলর অ্যালিসন সুইফট।
তার বাগদত্তের নাম ট্রাভিস কেলসি, যিনি অ্যামেরিকার কানসাস সিটিভিত্তিক ফুটবল দল কানসাস সিটি চিফসের টাইট এন্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।
অ্যামেরিকান ফুটবল টিমে টাইট এন্ডের হাইব্রিড ভূমিকা রয়েছে। তিনি একই সঙ্গে ব্লকার এবং পাস ক্যাচিং রিসিভার হিসেবে ভূমিকা রাখেন।
আইউইটনেস নিউজ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মঙ্গলবার দেওয়া পোস্টে আনন্দের খবরটি জানান পপ তারকা ও কানসাস সিটি চিফসের টাইট এন্ড।
পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘আপনার ইংরেজি শিক্ষক ও জিমনেসিয়াম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’
পোস্টে বাগদানের বেশ কয়েকটি ছবি সংযুক্ত করা হয়েছে, যার একটিতে কেলসিকে হাঁটু গেড়ে ভালোবাসা নিবেদন করতে দেখা যায়।
ছবিগুলোতে এ যুগলকে একটি বাগানে দাঁড়ানো অবস্থাতেও দেখা যায়, যাদের আশপাশে ছিল ফুল। টেইলর সুইফটের গায়ে ছিল স্ট্রাইপের গ্রীষ্মকালীন পোশাক। অন্যদিকে গাঢ় নীল টি-শার্ট ও সাদা শর্ট প্যান্ট পরা ছিলেন কেলসি।
ছবিগুলোর একটিতে টেইলরের সুইফটের হাতের আংটিও দেখা যায়।
ট্রাভিস কেলসির ‘নিউ হাইটস’ নামের পডকাস্টে টেইলর সুইফট অতিথি হয়ে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে তাদের বাগদানের ঘোষণা এলো। সহোদর অবসরপ্রাপ্ত ন্যাশনাল ফুটবল লিগ-এনএফএল তারকা জ্যাসন কেলসির সঙ্গে পডকাস্টটি সঞ্চালনা করেন ট্রাভিস।
পডকাস্টটিতে গিয়ে ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নামের ১২তম স্টুডিও অ্যালবামের ঘোষণা দেন টেইলর সুইফট। সে সময় ট্রাভিসের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন এ শিল্পী।