ঢাকায় বুধবারের সমাবেশে পুলিশের সহযোগিতা চাইল বিএনপি

টিবিএন ডেস্ক

জুলাই ১১ ২০২৩, ১:২১

ডিএমপি সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: ইউএনবি

ডিএমপি সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: ইউএনবি

  • 0

বাংলাদেশের রাজধানীর নয়াপল্টনে বুধবার ডাকা সমাবেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতা চেয়েছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি সোমবার বিকেলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বেইলি রোডের কার্যালয়ে দেখা করে শান্তিপূর্ণভাবে সমাবেশ আয়োজনের আবেদন জমা দেন।

আলোচনা শেষে সাংবাদিকদের আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘আমরা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছি এবং আমাদের বুধবারের সমাবেশ সম্পর্কে তাদের লিখিতভাবে জানিয়েছি। সমাবেশ আয়োজনে আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা চেয়েছি।’

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, বুধবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করা হবে। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

অনুমতি মিলেছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি সম্পর্কে তাদের (পুলিশ) অবহিত করেছি। আমরা তাদের আচরণে নেতিবাচক কিছু দেখিনি। আমরা আশা করি তারা আমাদের সহযোগিতা করবে।’


0 মন্তব্য

মন্তব্য করুন