নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ক্ষুব্ধ এক ব্যক্তি রেঞ্চ দিয়ে ৭১ বছর বয়সী বাসচালককের কপালে আঘাত করেছেন বলে শুক্রবার জানিয়েছে পুলিশ।
মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি-এমটিএর এ চালকের ওপর হামলাটি বাসে চলতি মাসে এ ধরনের কমপক্ষে দ্বিতীয় ঘটনা।
এনওয়াই ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি গত ১৩ মের ওই হামলার ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ করে। এর মাধ্যমে সন্দেহভাজনের পরিচয় খোঁজার ক্ষেত্রে সহায়তা পেতে চায় পুলিশ।
ঘটনা সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র জানায়, বাসচালকের সঙ্গে তর্কাতর্কি করা এক নারীর কলে হামলাকারী বাসে প্রবেশ করেন বলে ধারণা করছে বাহিনীটি।
রেড হুক এলাকার লরেইন এবং হিকস স্ট্রিটের কোনার সড়ক ধরে গাড়িটি চালাচ্ছিলেন এমটিএর বি৬১ বাসের চালক।
ঘটনার দিন যাত্রীর সঙ্গে তর্কাতর্কির মধ্যে সকাল আটটার দিকে বাসে চড়েন সন্দেহভাজন। এর পরপরই চালকের সঙ্গে সন্দেহভাজনের তর্কাতর্কি শুরু হয়। কিছুক্ষণ পর একটি রেঞ্চ বের করে চালকের কপালে আঘাত করে নারীসহ স্কুটারে পালিয়ে যান হামলাকারী।
দুজনকে সর্বশেষ দেখা যায় লরেইন স্ট্রিটের পূর্ব দিকে।
পুলিশ জানায়, হামলার খবর পেয়ে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের (ইএমএস) লোকজন ঘটনাস্থলে এসে বাসচালককে নিউ ইয়র্ক-প্রেসবিটেরিয়ান ব্রুকলিন মেথডিস্ট হসপিটালে ভর্তি করেন। সেখানে সামান্য আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হয় তাকে।