অ্যামেরিকার ড্রোন হামলায় আইএসআইএল নেতা নিহত

টিবিএন ডেস্ক

জুলাই ১০ ২০২৩, ১৬:২৫

অ্যামেরিকান সেনাবাহিনীর ড্রোন। ফাইল ছবি

অ্যামেরিকান সেনাবাহিনীর ড্রোন। ফাইল ছবি

  • 0

সিরিয়ার পূর্বাঞ্চলে শুক্রবার অ্যামেরিকার ড্রোন হামলায় জঙ্গি গোষ্ঠী আইএসআইএল নেতা ওসামা আল মুহাজের নিহত হয়েছেন। অ্যামেরিকান সেন্ট্রাল কমান্ড রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

অ্যামেরিকান সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেন, ‘হামলাটির মাধ্যমে আমরা পরিষ্কার করেছি সমগ্র অঞ্চলে আইএসআইএলকে পরাজিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আইএসআইএস শুধু এই অঞ্চলের জন্যই নয়, এর বাইরেও হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

অভিযানে বেসামরিক কারও প্রাণহানি হয়নি বলেও জানিয়েছে সেন্টকম। জোট বাহিনী একজন বেসামরিক ব্যক্তির আহত হওয়ার তথ্য পর্যালোচনা করছে।

হামলার আগে ড্রোনগুলোকে রাশিয়ান যুদ্ধবিমান বাধাগ্রস্ত করছিল বলে দাবি করা হয়েছে। এমকিউ-নাইনএস ড্রোন দিয়ে হামলা পরিচালনা করা হয়। সে সময় রাশিয়ান যুদ্ধবিমান প্রায় দুই ঘণ্টাব্যাপী ড্রোনগুলোকে বাধাগ্রস্ত করে।

একজন অ্যামেরিকান কমান্ডার জানান ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ড্রোনগুলোকে রাশিয়ান যুদ্ধবিমান হয়রানি করেছে।

বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস গ্রাইঙ্কুইচ বলেন, ‘বিমানগুলো ড্রোনের সামনে ফ্লেয়ার ছুড়ে মারে এবং বিপজ্জনকভাবে কাছাকাছি দিয়ে উড়ে যায়। এতে নিরাপত্তার বিঘ্ন ঘটেছে।’

রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র। মস্কোর পাশাপাশি ইরানের সমর্থনে প্রেসিডেন্ট আসাদ সংঘাতকালিন হারানো অনেক জায়গা ফিরে পেয়েছে। সরকার গণতন্ত্রপন্থি বিক্ষোভকে নির্মমভাবে দমনের বিদ্রোহীদের সঙ্গে ২০১১ সালে সরকারি বাহিনীর সংঘাত শুরু হয়।

আইএসআইএল-এর বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে সিরিয়ায় অ্যামেরিকার প্রায় ১০০০ সৈন্য মোতায়েন রয়েছে। পরাজিত হওয়ার পরেও প্রত্যন্ত মরু অঞ্চলে আইএসআইএলের গোপন আস্তানা রয়েছে এবং ঘন ঘন আক্রমণ পরিচালনা করছে গোষ্ঠীটি।


0 মন্তব্য

মন্তব্য করুন