ক্যালিফোর্নিয়ায় ‘বিষাক্ত মাশরুম’ আতঙ্ক, মৃত ১, গুরুতর অসুস্থ ২০

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৭ ২০২৫, ৮:১৮ হালনাগাদ: ডিসেম্বর ৭ ২০২৫, ২৩:৩১

ঝোঁপের মধ্যে বেড়ে ওঠা সবজি জাতীয় ছত্রাক মাশরুম। ছবি: উইকি মিডিয়াকমন্স

ঝোঁপের মধ্যে বেড়ে ওঠা সবজি জাতীয় ছত্রাক মাশরুম। ছবি: উইকি মিডিয়াকমন্স

  • 0

হেলথ ডিপার্টমেন্ট শুক্রবার এক বিবৃতিতে জানায়, মাশরুমটি খাওয়ার ফলে এখন পর্যন্ত অ্যামাটক্সিন বিষক্রিয়ায় আক্রান্ত ২১ জন ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ বিষক্রিয়াটি জটিল লিভারের রোগ সৃষ্টির জন্য দায়ী।

ক্যালিফোর্নিয়াতে ‘ডেথ ক্যাপ’ নামে এক প্রকার বুনো মাশরুম খেয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিষক্রিয়া ঘটে গুরুতর অসুস্থ হয়েছেন আরও ২০ জন।

আইউইটনেস নিউজ জানায়, বিষয়টি নিশ্চিত করে মাশরুমটি না খেতে সতর্কতা জারি করেছে স্টেইটের পয়জন সিস্টেম কন্ট্রোল কর্তৃপক্ষ।

হেলথ ডিপার্টমেন্ট শুক্রবার এক বিবৃতিতে জানায়, মাশরুমটি খাওয়ার ফলে এখন পর্যন্ত অ্যামাটক্সিন বিষক্রিয়ায় আক্রান্ত ২১ জন ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ বিষক্রিয়াটি জটিল লিভারের রোগ সৃষ্টির জন্য দায়ী।

ওই বিবৃতিতে আরও বলা হয়, ডেথ ক্যাপ মাশরুম দেখতে অন্যান্য সাধারণ মাশরুমের মতো এবং স্বাদও একই রকম। তাই ভুলবশত অনেকে এটি রান্না করে থাকেন। সম্প্রতি আবহাওয়ায় আদ্রতা বাড়ায় বিষাক্ত এ মাশরুমের উৎপাদন বেড়ে গেছে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের পরিচালক এরিকা প্যান বলেন, ডেথ মাশরুমে থাকা মরণঘাতী বিষাক্ত পদার্থ লিভার অকেজো করে দিতে সক্ষম।

ইতোমধ্যে আক্রান্তদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এদের মধ্যে একজনের লিভার প্রস্তিস্থাপন করা হবে।

ন্যাশনাল পয়জন ডাটা সিস্টেমের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে অ্যামেরিকার পয়জন সেন্টার মাশরুম খেয়ে বিষক্রিয়ার ৪হাজার ৫০০টি ঘটনা নথিভুক্ত করে।

চলতি বছরে ক্যালিফোর্নিয়ার পয়জন কন্ট্রোল সিস্টেম বিষাক্ত মাশরুম খেয়ে আক্রান্ত হওয়ার শত শত রেকর্ড নথিভুক্ত করেছে।