র‍্যাপার ল্যানেজের ১০ বছরের কারাদণ্ড

টিবিএন ডেস্ক

আগস্ট ৯ ২০২৩, ১৫:৫৬

হিপ হপ তারকা মেগান দি স্ট্যালিয়ন (বাঁয়ে) ও র‍্যাপার টরি ল্যানেজ (ডানে)। ছবি: সংগৃহীত

হিপ হপ তারকা মেগান দি স্ট্যালিয়ন (বাঁয়ে) ও র‍্যাপার টরি ল্যানেজ (ডানে)। ছবি: সংগৃহীত

  • 0

হিপ হপ তারকা মেগান দি স্ট্যালিয়নকে গুলি করে আহত করার দায়ে র‍্যাপার টরি ল্যানেজকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে লস অ্যাঞ্জেলসের একটি আদালত।

হলিউড পাহাড়ে ২০২০ সালের ১২ জুলাই একটি ঘটনার পর স্ট্যালিয়নের দুই পায়ে গুলি করেন ল্যানেজ। এরপর ২০২২ সালের ডিসেম্বরে ৩১ বছর বয়সী এই তারকাকে দোষী সাব্যস্ত করা হয়। প্রাথমিকভাবে জানুয়ারিতে তাকে সাজা দেয়ার কথা থাকলেও এতদিন পর তিনি সাজাপ্রাপ্ত হলেন।

আদালতের রায়ের পর মঙ্গলবার ল্যানেজের আইনজীবী জোসে বেয়েজ বলেন, তাকে অনেক কঠোর সাজা দেয়া হয়েছে। এ বিষয়ে তারা আপিল করবেন।

মামলাটি সমাজ নারীর সঙ্গে কেমন আচরণ করে তা নিয়ে বিতর্কের সৃষ্টি করে। বিশেষ করে কৃষ্ণাঙ্গ অ্যামেরিকান নারীদের কীভাবে যৌনতা ও বর্ণবাদের কীভাবে লড়ছেন তা উন্মোচিত হয়।

লস অ্যাঞ্জেলস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জর্জ গ্যাসকোন বলেন, ‘এই মামলাটি আমাদের সমাজের নারীদের কল্যাণে অবশ্য করণীয় কিছু পথ দেখায়।’

রায়ের পর স্ট্যালিয়ন বলেন, ‘আমি নিজেকে ভিক্টিম হিসেবে পরিচয় দিতে চাই না। আমি নিজেকে সারভাইভার হিসেবে দেখি। যাকে আমি বিশ্বাস করতাম, ভরসা করতাম, কাছের বন্ধু ভাবতাম সে আমাকে গুলি করেছে। আমার নাম জড়িয়ে মিথ্যা কথা বলেছে, আমার মানহানি করেছে। সে কারণে সমাজে নিন্দিত হয়েছি। তবে সব কিছুর ট্রমা কাটিয়ে উঠতে পেরেছি আমি।’

ল্যানেজের পক্ষের সাক্ষী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. স্টেফানি হেরিং বিশ্বাস করেন, ল্যানেজ পিটিএসডি , উদ্বেগে ভুগছেন এবং তার চিকিৎসা প্রয়োজন।