শিগগির কোনো ট্যুরের পরিকল্পনা নেই মাইলির

টিবিএন ডেস্ক

মে ২২ ২০২৩, ২৩:৫৩

মাইলি সাইরাস। ছবি: ব্রিটিশ ভোগ

মাইলি সাইরাস। ছবি: ব্রিটিশ ভোগ

  • 0

মিউযিক ইন্ড্রাস্টিতে সবচেয়ে বড় হিটগুলোর মধ্য দিয়ে যাচ্ছেন অ্যামেরিকান মিউযিক্যাল আর্টিস্ট মাইলি সাইরাস। তবে আকাশচুম্বী জনপ্রিয়তার মাঝেও মিউযিক্যাল ট্যুরে যাওয়ার তেমন ইচ্ছে নেই তার।

ব্রিটিশ ভোগকে দেয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইরাস তার সোলো হিট ‘ফ্লাওয়ার্স’ নিয়ে কথা বলেছেন।

ট্যুরের বিষয়ে সাইরাস বলেন, ‘ইটস বিন অ্যা মিনিট। আমি শেষ ২০১৪ সালে হেডলাইন এরিনা শো করার পর এ ব্যাপারে ভেবেছি। আমি পারি না বা পারব না ব্যাপারটা এমন নয়। আমার ইচ্ছা নেই। আমি কি নিজের ছাড়া অন্য কারো আনন্দ বা পরিপূর্ণতার জন্য জীবনযাপন করব?’ 

ভক্তদের উদ্দেশে সাইরাস বলেন, 'আমি পারফর্ম করতে ভালোবাসি তাদের জন্য।'

ট্যুর নিয়ে তেমন উদগ্রীব নন সাইরাস। তিনি বলেন, ‘শত-হাজার মানুষের জন্য গান করা সত্যিই আমার পছন্দের বিষয় নয়। এতে কোনো সংযোগ নেই, নেই কোনো নিরাপত্তা।’ 


0 মন্তব্য

মন্তব্য করুন