নিহতের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেছে রোববার।
নিউ হ্যাম্পশায়ারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডাম উডস শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বলেন, ‘সন্দেহভাজন ৪২ বছর বয়সী জেমি বেলকে শনিবার বিকেলে ফ্র্যাঙ্কলিনের একটি বাড়ি থেকে পালিয়ে যেতে দেখা যায়। প্রতিবেশীরা বাড়িটি থেকে গুলির শব্দ শুনতে পান।’
উডস বলেন, হিউজ ও জেমি বেল ‘ঘনিষ্ঠ পার্টনার’ ছিলেন। তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩৫ বছর বয়সী নিকোল হিউজ ও আরিয়েলা বেলকে মৃত অবস্থায় উদ্ধার করে।
হিউজের অন্য একটি সম্পর্কের ৫ বছর বয়সী মেয়ের হাতে গুলি লাগে; তার পিঠে একটি কাটা দাগ দেখা গেছে। শিশুটিকে ম্যাসাচুসেটসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে আশঙ্কামুক্ত।
এর আগে বেলকে খুঁজতে ব্যাপক অনুসন্ধান চালায় পুলিশ। সিবিএস বোস্টন জানিয়েছে, অনুসন্ধানের সময় স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে বলেছিল পুলিশ।