কয়েক সপ্তাহ আগে ভারতের বেঙ্গালুরে গভীর রাতে মোটরসাইকেলকে ধাক্কা মেরে একটি গাড়ি পালিয়ে যায়।
সম্প্রতি দুর্ঘটনায় অভিযুক্ত গাড়িচালক হিসেবে কন্নড় অভিনেত্রী ও সাবেক বিগ বস শোয়ের প্রতিযোগী দিব্য সুরেশকে শনাক্ত করেছে পুলিশ।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, গত ৪ অক্টোবর রাত দেড়টার দিকে ব্যাতানারায়নপুর এলাকায় নিত্য হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোটরসাইকেলচালক কিরণ ৭ অক্টোবর গাড়ি চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
অভিযোগ অনুযায়ী,ওইদিন কিরণ তার বোন আনুশা ও অনিতাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাত দ্রুত বেগে চলা একটি গাড়ি এসে তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়।
দুর্ঘটনার শিকার অনিতার পায়ের হাড় ভেঙে যায়। তাকে বিজিএস হসপিটালে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে মোটরসাইকেলের বাকি দুই যাত্রী কিরণ ও আনুশাও আঘাত পান।
অভিযোগের ভিত্তিতে দুর্ঘটনাস্থল সংলগ্ন ক্লোজ সার্কিট টেলিভিশন-সিসিটিভি ফুটেজ থেকে ওই গাড়িচালককে শনাক্ত করে ট্র্যাফিক পুলিশ বিভাগ।
সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ জানায় দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে ব্যক্তিটি অভিনেত্রী দিব্য ছিলেন।
বেঙ্গালুরের পশ্চিম অংশে ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার অনুপ শেঠি জানান, ওই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত চলছে।