ভারতের ওড়িশার পুরী জেলায় মঙ্গলবার সরকারি একটি বাসে উঠে ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন যাত্রীকে কুপিয়েছেন এক ব্যক্তি।
এনডিটিভি জানায়, অ্যামা নামের বাসটি পুরী জেলার কানাসা ব্লকের হারাসপাদা থেকে সত্যবাড়ি সুকালের দিকে যাচ্ছিল। সে সময় এক ব্যক্তি জোর করে বাসটিতে উঠে যাত্রীদের ওপর হামলে পড়েন।
ক্লোজড সার্কিট টেলিভিশন-সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাতাল হয়ে বাসে ওঠার অভিযোগ থাকা ব্যক্তিটি ধারালো অস্ত্র নিয়ে যাত্রীদের হুমকি দিচ্ছেন। এরপর তাকে একজন পুরুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। এর কিছুক্ষণের মধ্যেই অস্ত্রধারী ওই ব্যক্তিকে মাথায় আঘাত করেন, যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন অন্য যাত্রীরা।
ওই সময় অনেককে তাদের সিট থেকে উঠে হামলাকারীর কাছ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করেন। এরপর হাতে ধারালো অস্ত্র থাকা ব্যক্তি আরও লোকজনকে হামলার জন্য উদ্যত হন।
কয়েকজন হামলার শিকার হওয়ার পর আক্রমণকারীকে মারধর করেন অন্য যাত্রীরা। এতে সামান্য আহত হন আক্রমণকারী।
অস্ত্রধারীর চেহারা দৃশ্যমান, এমন একটি ক্লিপে দেখা যায়, সিটের ওপর দাঁড়িয়ে দৃশ্যত তিনি যাত্রীদের বাস থেকে নামতে বলছেন।
তৃতীয় একটি ক্লিপে দেখা যায়, ডান হাতে ধারালো অস্ত্র থাকা ব্যক্তিটি বাসের আশপাশে পায়চারী করে ফোনে কিছু একটা দেখছেন।
পুরীর পুলিশ সুপার প্রতীক সিং জানান, পুলিশ আক্রমণকারী ও যাত্রীদের কানাস কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করে। পরে আহত দুজনকে পাঠানো হয় পুরী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স হসপিটালে।
তিনি আরও জানান, অভিযুক্তকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা করা হবে। আক্রমণকারীর বিরুদ্ধে যথোচিত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হামলার পর পববর্তী কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস চলাচলের পথে টহল জোরদার করেছে পুরী পুলিশ।