কেরিগ্যান অ্যাভেনিউয়ের নাইনটিন্থ স্ট্রিটের ওই ভবনের তিন তলার প্রতিটিই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস এবিসি সেভেনকে জানিয়েছে, এটি ফোর অ্যালার্ম মাত্রার আগুন, নেভাতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।
ভবনের বাসিন্দারা নিরাপদে সরে গেছেন; হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে ভবনের আশপাশের রাস্তা বন্ধ রাখা হয়েছে।