কর্মকর্তারা বুধবার সকালে সংবাদ সম্মেলন করে জানান, ছড়িয়ে পড়া আগুনের ৫০ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।
ঘটনাস্থলের কাছে লেকহার্স্টের ডিভিশন স্ট্রিটে বসবাসকারীদের মঙ্গলবার রাতে সরিয়ে নেয়া হয়েছিল। তবে বুধবার ভোরে তাদের বাড়ি ফিরে আসতে বলেছেন স্থানীয় কর্মকর্তারা।
ঘটনাস্থলের আশপাশের ৭৫টি স্থাপনার দিকে নজর রাখছেন স্বেচ্ছাসেবকরা।
আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বকালেউ ড্রাইভ ও হরিকন রোডের ফাইভথার্টিনাইন রুট এবং রুট ফাইভথার্টিনাইন ও লেইকহার্স্ট সার্কেলের রুট সেভেন্টি রাতে বন্ধ করে দেয়া হয়েছিল। টুইটার অ্যাকাউন্টে দেয়া আপডেটে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বুধবার সকালে রুট ফাইভথার্টিনাইন ও রুট সেভেন্টি খুলে দেয়া হয়েছে। তবে এই রাস্তা ব্যবহারকারীদের ধোঁয়ায় সতর্ক থাকতে বলা হয়েছে।
অগ্নিকাণ্ডে বুধবার সকাল পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি। তবে বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।