মানবিক কারণে বৈধভাবে অ্যামেরিকায় আসা অভিবাসীদের দ্রুত বিতাড়ন বন্ধ করতে শুক্রবার আদেশ দিয়েছেন ফেডারেল এক বিচারক।
এর মধ্য দিয়ে অভিবাসন আদালতে গ্রেপ্তার হ্রাস হতে পারে। এ ধরনের গ্রেপ্তার দেশজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে।
সিবিএস নিউজ জানায়, ওয়াশিংটন ডিসিতে ইউএস ডিস্ট্রিক্ট জাজ জিয়া কব দ্রুততার সঙ্গে বিতাড়ন প্রক্রিয়া কার্যকর করতে ট্রাম্প প্রশাসনের দুটি নির্দেশনা বাস্তবায়ন করতে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।
প্রশাসনের নির্দেশনায় বৈধ পথ দিয়ে অ্যামেরিকায় প্রবেশের জন্য অভিবাসন প্যারোল পাওয়া অভিবাসীদের এক্সপেডিটেড রিমুভাল বা দ্রুততার সঙ্গে বিতাড়নের কথা বলা হয়েছিল।
প্যারোলের কর্তৃত্ববলে ফেডারেল কর্মকর্তারা মানবিক কারণ দেখিয়ে অভিবাসীদের অ্যামেরিকায় প্রবেশের সুযোগ দিতে পারেন। প্যারোল পাওয়া এসব অভিবাসী সাময়িক সময়ের জন্য অ্যামেরিকায় বসবাসের পাশাপাশি কাজের সুযোগ পান।
কবের আদেশটি বহাল থাকলে জো বাইডেনের আমলে প্যারোলের এখতিয়ার অনুযায়ী অ্যামেরিকায় বৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের লক্ষ্য করে ট্রাম্পের জোর বিতাড়ন চেষ্টা ব্যাপকভাবে ব্যাহত হতে পারে।
বিচারকের আদেশটির বিরুদ্ধে জাস্টিস ডিপার্টমেন্ট আপিল করবে বলে আশা করা হচ্ছে।
সুনির্দিষ্ট কিছু অভিবাসীর মামলা খারিজে অভিবাসন আদালতের বিচারকদের বোঝানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এর লক্ষ্য মামলার শুনানি শেষে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস কর্তৃক অভিবাসীদের গ্রেপ্তার ও দ্রুত বিতাড়ন প্রক্রিয়া শুরু করা। কবের আদেশে এ অভিযান হ্রাস পেতে পারে।