ভারতে সপ্তাহজুড়ে শত শত ফ্লাইট বাতিল করতে হয়েছে দেশটির সবচেয়ে বেশি যাত্রী পরিষেবা দেওয়া এয়ারলাইন্স ইন্ডিগোর।
বাতিল হওয়া একটি ফ্লাইটেই দেশটির বেঙ্গালুরু থেকে কর্ণাটকের হুবালিতে যাওয়ার কথা ছিল নবদম্পতি মেধা কেশিরসাগর ও সংগ্রাম দাশের।
তাদের এ যাত্রার উদ্দেশ্য বিবাহ পরবর্তী সংবর্ধনায় যোগদান, কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হয়নি নববিবাহিত যুগলের। এর পরও জীবনের বিশেষ দিনটিতে অনুষ্ঠানে উপস্থিতি বজায় রাখতে চেয়েছেন কেশিরসাগর ও সংগ্রাম।
সশরীরে উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি স্বজন ও বন্ধুবান্ধবদের সামনে তারা হাজির হন বর ও কনের সাজে। আর এ ঘটনা সাড়া ফেলেছে অনলাইনে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গত ২৩ নভেম্বর বিয়ে করেন মেধা ও সংগ্রাম। বিয়ের পরে বরের বাড়ি ওড়িশার ভুবনেশ্বরে অবস্থান করছিলেন তারা।
প্রথা অনুযায়ী, কনের বাড়ি হুবালিতে গত ৩ ডিসেম্বর রাখা হয়েছিল একটি অভ্যর্থনা অনুষ্ঠান। সেখানে যোগ দিতে মঙ্গলবার ভুবনেশ্বর-বেঙ্গালুরু-হুবালিগামী ইন্ডিগোর ফ্লাইটের টিকেট কাটেন তারা।
নির্ধারিত সময়ের বেশ আগে উপস্থিত হয়ে সারা রাত বিমানবন্দরে যাত্রার অপেক্ষা করলেও শেষ পর্যন্ত ভোররাত চারটায় তাদের ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নিতে পৌঁছে যান আত্মীয় ও অতিথিরা। অনুষ্ঠানস্থল, খাবারের আয়োজন সবকিছুই ছিল তৈরি।
এমন পরিস্থিতিতে অনুষ্ঠান বাতিল না করে নিজেরাই কায়দা করে এর অংশ হয়ে যায় এ যুগল।