অ্যাপলের সর্বশেষ সংযোজন আইফোন ১৭ প্রো ম্যাক্স দিয়ে তোলা সর্বপ্রথম ছবিসহ একাধিক চিত্র প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বহুজাতিক কোম্পানিটির সিইও টিম কুক শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার অ্যাকাউন্টে তিনটি ছবি প্রকাশ করেন।
এনডিটিভি জানায়, কুকের ছবি প্রকাশের দিন ভারতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় আইফোন ১৭ সিরিজ।
কুক তার ওই পোস্টে আলোকচিত্রীদের ধন্যবাদ জানিয়ে লিখেন, ‘আইনেজ, বিনোদ, মিকেলিন টমাস ও ট্রাঙ্ক শুইউকে অসংখ্য ধন্যবাদ আইফোন ১৭ প্রো ম্যাক্স দিয়ে প্রথম এ ছবিগুলো তোলার জন্য। আইফোনে মুহূর্ত বন্দির এ চিত্র ভীষণ সুন্দর ছিল।’
কুকের পোস্টে করা প্রথম ছবিতে দেখা যায়, নর-নারী পরস্পরের হাত ধরে শহরের রাস্তায় হেঁটে চলছেন। লাল কাপড় আর সূর্যাস্তের রক্তিম আভা তাদের চারপাশে।
সাদা-কালো ফ্রেমের দ্বিতীয় ছবিতে বৃক্ষবেষ্টিত স্থানে স্যুট পরা তিন ব্যক্তিকে নৃত্যের ভঙিমায় দাঁড়ানো অবস্থায় দেখা যায়।
তৃতীয় ছবিটি একটি স্কেটিং পার্কে স্কেটিং করার মুহূর্তে তোলা।