গ্রেপ্তার ৮
হংকংয়ে বহুতল একাধিক ভবনে আগুন: মৃত বেড়ে ১২৮

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮ ২০২৫, ১৯:৫৪

হংকংয়ে বহুতল ভবনগুলোতে আগুনের গ্রাফিক্স। ছবি: রয়টার্স

হংকংয়ে বহুতল ভবনগুলোতে আগুনের গ্রাফিক্স। ছবি: রয়টার্স

  • 0

এ ঘটনায় অ্যাপার্টমেন্টগুলো সংস্কার সংশ্লিষ্ট আাটজনকে গ্রেপ্তারের কথা শুক্রবার জানিয়েছে হংকংয়ের দুর্নীতিবিরোধী সংস্থা।

হংকংয়ে বহুতল একাধিক ভবনের বিভিন্ন অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে।

এ ঘটনায় অ্যাপার্টমেন্টগুলো সংস্কার সংশ্লিষ্ট আাটজনকে গ্রেপ্তারের কথা শুক্রবার জানিয়েছে হংকংয়ের দুর্নীতিবিরোধী সংস্থা।

অ্যাসোসিয়েটেড প্রেস-এপি জানায়, দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের বিবৃতি অনুযায়ী, গ্রেপ্তার আটজনের মধ্যে সাত পুরুষ ও আট নারী রয়েছেন, যাদের বয়স ৪০ থেকে ৬৩ বছরের মধ্যে।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে স্ক্যাফোল্ডিং উপঠিকাদার, একটি প্রকৌশল পরামর্শক কোম্পানির একাধিক পরিচালক ও সংস্কার তদারককারী প্রকল্প ব্যবস্থাপকরা রয়েছেন।

দুর্নীতিবিরোধী সংস্থা শুক্রবার গ্রেপ্তারকৃতদের অফিস তল্লাশি করে সংশ্লিষ্ট নথি ও ব্যাংক রেকর্ডগুলো জব্দ করে।

প্রাণঘাতী আগুনের পর বৃহস্পতিবার প্রকল্প সংস্কারে সম্ভাব্য দুর্নীতি নিয়ে তদন্ত শুরু হয়।

গ্রেপ্তারের আগে শুক্রবার বিভিন্ন অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে অনেকের মরদেহ উদ্ধার করেন ফায়ারফাইটাররা।

হংকং ফায়ার সার্ভিসেসের উপপরিচালক ডেরেক আর্মস্ট্রং চ্যান জানান, আগুনের সময় যেসব আপার্টমেন্ট থেকে সহায়তার জন্য দুই ডজনের বেশি কল এলেও পৌঁছানো যায়নি, তল্লাশির জন্য সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আগুনে কালো হয়ে যাওয়া ভবনগুলো থেকে আরও ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন বাস্তবতায় চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলটির নিরাপত্তাবিষয়ক সচিব ক্রিস ট্যাং সাংবাদিকদের জানান, ভুক্তভোগীদের উদ্ধারে অভিযান চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ৮৯ জনের পরিচয় শনাক্ত করা যায়নি। এখনও নিখোঁজ আছেন ২০০ জনের মতো মানুষ।

অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ চলবে বলে ধারণা করছেন তিনি।