মিশিগানে গির্জায় বন্দুক হামলার পর আগুন: ১০ জন হতাহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮ ২০২৫, ১৮:৪২ হালনাগাদ: নভেম্বর ২৪ ২০২৫, ১১:১৭

বন্দুক হামলার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

বন্দুক হামলার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

  • 0

গ্র্যান্ড ব্লঙ্ক পুলিশের প্রধান উইলিয়াম রেনি জানান, গির্জায় নিয়মিত গমনকারী অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে একজন নিহত হন।

মিশিগানের গ্র্যান্ড ব্লঙ্ক এলাকায় ‌দ্য চার্চ অব জেসাস ক্রাইস্ট অব লেটার-ডে সেন্টস নামের গির্জায় রবিবার বন্দুক হামলায় কমপক্ষে একজন নিহত ও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্র্যান্ড ব্লঙ্ক পুলিশের প্রধান উইলিয়াম রেনি জানান, গির্জায় নিয়মিত গমনকারী অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে একজন নিহত হন।

তিনি জানান, ভুক্তভোগীদের মধ্যে কমপক্ষে দুজনের অবস্থা গুরুতর। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন ৪০ বছর বয়সী বন্দুকধারী।

বন্দুকধারীর নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

রেনি জানান, গির্জায় ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেন হামলাকারী।

পুলিশের এ কর্মকর্তার ভাষ্য, ঘটনাস্থলটি নিরাপদ করতে পারলে আরও ভুক্তভোগীকে পাওয়া যাবে বলে মনে করছেন তারা।

রেনির তথ্য অনুযায়ী, সকাল ১০টা ২৫ মিনিটে হামলার তথ্য প্রকাশ হতে থাকে। গির্জায় প্রার্থনার জন্য জমায়েতে ছিলেন শতাধিক মানুষ।

পুলিশ কর্মকর্তা রেনি জানান, হামলাকারী সামনের দরজা দিয়ে গির্জায় প্রবেশ করে গুলি করতে থাকেন।

ঘটনাস্থলে গেছেন ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস কর্মীরা।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে, গুলির পর আগুনে গির্জার কাঠামো আংশিক ধসে পড়ে। বেলা একটার ঠিক আগে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় কর্তৃপক্ষ।

তদন্তের বিষয়ে অবগত একটি সূত্র এবিসি নিউজকে জানায়, গুলির কারণ জানতে জরুরি ভিত্তিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা।