গৃহহীনদের সড়ক থেকে ওঠানো সহজ করলেন ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪ ২০২৫, ২৩:৩৫ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ৮:৫৩

কলোরাডোর বোল্ডারে তীব্র তাপপ্রবাহের মধ্যে গাছের নিচে বসে বই পড়ছেন গৃহহীন এক ব্যক্তি। ছবি: গেটি ইমেজেস

কলোরাডোর বোল্ডারে তীব্র তাপপ্রবাহের মধ্যে গাছের নিচে বসে বই পড়ছেন গৃহহীন এক ব্যক্তি। ছবি: গেটি ইমেজেস

  • 0

হোয়াইট হাউসের ফ্যাক্ট শিটের বরাতে এ তথ্য জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।

নগর ও স্টেইটগুলো যাতে গৃহহীনদের সহজে সড়ক থেকে ওঠাতে পারে, সে লক্ষ্যে বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের ফ্যাক্ট শিটের বরাতে এ তথ্য জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।

সিবিএস নিউজ জানায়, নিজেদের কিংবা অন্যদের জন্য ঝুঁকিপূর্ণ গৃহহীন ব্যক্তিদের সড়ক থেকে উঠিয়ে দিতে এতদিন স্টেইট ও স্থানীয় সরকারগুলোর সম্মতি ডিক্রি দরকার ছিল। এ ছাড়া বিচারিক নজিরের প্রয়োজনও পড়ত। সেসব নিয়ম বদলে ফেলতে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

সড়কে থাকা লোকজনের মধ্যে যারা জনগণের জন্য নৈরাজ্য সৃষ্টি করছেন এবং যাদের মারাত্মক মানসিক অসুস্থতা বা আসক্তি রয়েছে, তাদের চিকিৎসা কেন্দ্র, অ্যাসিস্টেড আউটপ্যাশেন্ট ট্রিটমেন্ট বা অন্য কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ফেডারেল তহবিল দেওয়ার কথাও বলা হয়েছে ফ্যাক্ট শিটে।

নির্বাহী আদেশে বলা হয়, মানবিক আচরণের জন্য গৃহহীন লোকজনকে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক পরিবেশে নেওয়ার মধ্য দিয়ে জনশৃঙ্খলা ফিরে আসবে।

এতে আরও বলা হয়, নগর ও নাগরিকদের নৈরাজ্য ও ভয়ে সমর্পণ গৃহহীন কিংবা নাগরিকদের জন্য সহানুভূতি নয়। ট্রাম্প প্রশাসন জননিরাপত্তা সুরক্ষায় নতুন পন্থায় এগোবে।