কুকুরের আক্রমণে ইন্ডিয়ানা শেরিফের ডেপুটি নিহত

টিবিএন ডেস্ক

মে ১১ ২০২৩, ১৮:৫০

মেরিয়ন কাউন্টি শেরিফ অফিসের ডেপুটি টেমিয়েকা হোয়াইট। ছবি: সংগৃহীত

মেরিয়ন কাউন্টি শেরিফ অফিসের ডেপুটি টেমিয়েকা হোয়াইট। ছবি: সংগৃহীত

  • 0

ইন্ডিয়ানাপোলিসে কুকুরের আক্রমণে মেরিয়ন কাউন্টি শেরিফ অফিসের ডেপুটি টেমিয়েকা হোয়াইট প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন তার আট বছরের ছেলে, তবে শিশুটির আঘাত গুরুতর নয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। 

কর্মকর্তারা জানান, ইন্ডিয়ানাপোলিসের একটি বাড়ির গ্যারেজের কাছে হোয়াইটকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

শেরিফ অফিসের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘তিনি (হোয়াইট) প্রত্যেকের জন্য এক উজ্জ্বল আলো ছিলেন। যারা তাকে চিনতেন সবাই তাকে খুব মিস করবেন। তার স্মৃতি ধরে রাখতে আমরা অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাব।’

ডব্লিউবিটির এক সংবাদ সম্মেলনে হোয়াইটের কমান্ডার ব্রিটানি সেলিগম্যান বলেন, ‘প্রথম এবং সবচেয়ে বড় কথা হোয়াইট একজন মা ছিলেন। তিনি গত রাতে তার বাড়িতে একটি পশুর মর্মান্তিক আক্রমণের সময় নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানষটিকে (ছেলে) রক্ষা করতে গিয়ে প্রাণ হারান।’

পুলিশ জানায়, অফিসাররা পৌঁছানোর পর তার বাড়িতে অনেকগুলো কুকুর দেখতে পান। অফিসাররা একটি কুকুরকে গুলি করেন। কুকুরগুলো প্রচণ্ড আক্রমণাত্বক ছিল বলেও তারা জানান। 

তবে পুলিশ ডিপার্টমেন্ট নির্দিষ্ট করে জানায় আক্রমণ করা কুকুরটিকেই তারা গুলি করেছে কি না। 

কর্তৃপক্ষ জানায়, পুলিশ ইন্ডিয়ানাপোলিসের অ্যানিমেল কেয়ার সার্ভিসকে সাহায্যের জন্য খবর দেয়। ডাব্লিউটিবিটি জানিয়েছেন, এনিমেল এযেন্সি ঘটনাস্থল থেকে তিনটি জীবিত কুকুর, একটি মৃত কুকুর এবং একটি বিড়াল উদ্ধার করে নিয়ে গেছে। 

হোয়াইটকে স্থানীয় কর্মকর্তারা সাহসী এবং নিবেদিত কর্মী হিসেবে বর্ণনা করেছেন। তিনি ২০০৭ সাল থেকে মেরিয়ন কাউন্টি শেরিফের অফিসে কাজ করতেন। অতি সম্প্রতি, তিনি তাদের জুডিশিয়ান এনফোর্সমেন্ট ডিভিশনে কাজ করছিলেন। 

চলতি বছর অ্যামেরিকা জুড়ে বেশ কয়েকটি কুকুরের আক্রমণের ঘটনা ঘটেছে। মে মাসের শুরুতে আইওয়ায় কুকুরে আক্রমণে এক শিশু নিহত এবং এক নারী গুরুতর আহত হন। জানুয়ারিতে লুইযিয়ানা এবং আইডাহোতে কুকুরের আক্রমণে কয়েক শিশুর মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে টেক্সাসে কুকুরের আক্রমণে ৮০ বছরের একজন বৃদ্ধ প্রাণ হারান এবং তিনজন আহত হন। মার্চে পেনসিলভেনিয়ায় প্রতিবেশীর কুকুরের আক্রমণে একজন মারা যান।


0 মন্তব্য

মন্তব্য করুন