ক্যালিফোর্নিয়ায় ৭ মাসের শিশু নিখোঁজ, মা-বাবার নামে হত্যার অভিযোগ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩ ২০২৫, ০:৪০

সান বারনারডিনো কাউন্টি শেরিফের নরহত্যাবিষয়ক গোয়েন্দারা ক্যাবাজনের বাসা থেকে জেইক ও রেবেকা হ্যারোকে গ্রেপ্তার করে হত্যার অভিযোগে তাদের নামে মামলা করেন। ছবি: নিউ ইয়র্ক টাইমস

সান বারনারডিনো কাউন্টি শেরিফের নরহত্যাবিষয়ক গোয়েন্দারা ক্যাবাজনের বাসা থেকে জেইক ও রেবেকা হ্যারোকে গ্রেপ্তার করে হত্যার অভিযোগে তাদের নামে মামলা করেন। ছবি: নিউ ইয়র্ক টাইমস

  • 0

গত সপ্তাহে ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৭০ মাইল দূরে ইয়ুক্যাইপা এলাকার বিগ ফাইভ স্পোর্টিং গুডসের একটি দোকানের বাইরে থেকে শিশুটিকে অপহরণের খবর পাওয়া যায়।

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় সাত মাসের এক শিশু নিখোঁজের ঘটনায় তার মা ও বাবাকে গ্রেপ্তার করে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে কর্তৃপক্ষ।

এনবিসি নিউজ জানায়, সান বারনারডিনো কাউন্টি শেরিফের নরহত্যাবিষয়ক গোয়েন্দারা ক্যাবাজনের বাসা থেকে জেইক ও রেবেকা হ্যারোকে গ্রেপ্তার করে হত্যার অভিযোগে তাদের নামে মামলা করেছেন।

শেরিফের ডিপার্টমেন্ট আরও জানায়, সাত মাস বয়সী ইমানুয়েল হ্যারোকে পেতে খোঁজা অব্যাহত রাখবেন তদন্তকারীরা।

গত সপ্তাহে ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৭০ মাইল দূরে ইয়ুক্যাইপা এলাকার বিগ ফাইভ স্পোর্টিং গুডসের একটি দোকানের বাইরে থেকে শিশুটিকে অপহরণের খবর পাওয়া যায়।

মা রেবেকা হ্যারোর দেওয়া অপহরণের অভিযোগের ভিত্তিতে সান বারনারডিনো কাউন্টি শেরিফের ডেপুটিরা গত সপ্তাহে ইমানুয়েল হ্যারোর খোঁজ করেন।

ডেপুটিরা এক বিবৃতিতে জানান, শিশুটির মায়ের শুরুর দিককার বক্তব্যের সঙ্গে পরবর্তী সময়ের বক্তব্যের অসঙ্গতি পাওয়া গেছে। ওই নারী তার সাক্ষাৎকার অব্যাহত রাখতেও অস্বীকৃতি জানিয়েছেন।

রেবেকা হ্যারো শুরুতে গোয়েন্দাদের জানিয়েছিলেন, তিনি গাড়িতে বসে ইমানুয়েলের ডায়াপার পরিবর্তন করছিলেন। সে সময় অজ্ঞাত এক ব্যক্তি তাকে অচেতন করে ফেলে। জ্ঞান ফেরার পর তিনি দেখেন, শিশুটি আর নেই।

এ ঘটনায় তদন্তকারীরা মঙ্গলবার শিশুটির বাবা জেইক হ্যারোর গাড়ি জব্দ করেছেন।