ব্রঙ্কসে দায়িত্বের সময়ের বাইরে থাকা নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির এক কর্মকর্তার গাড়ি ছিনতাই হয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।
এবিসি৭ এনওয়াই ডটকমের প্রতিবেদনে জানানো হয়, শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে সাউন্ডভিউ সেকশনের ওয়ার্ড অ্যাভিনিউতে গাড়ি ছিনতাইয়ের শিকার হন পুলিশ কর্মকর্তা। খবর পেয়ে বাহিনীর কর্মকর্তারা জানতে পারেন, ২৭ বছর বয়সী এক তরুণের চেভি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল-এসইউভিটি ছিনতাই হয়েছে।
পরবর্তী সময়ে ভুক্তভোগীকে এনওয়াইপিডি কর্মকর্তা হিসেবে শনাক্ত করে পুলিশ।
ঘটনার সময় আহত হননি এনওয়াইপিডির সদস্য।
ছিনতাইয়ের শিকার গাড়িটিকে নিউ রচেল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এটি সংঘর্ষের শিকার হয়েছিল।
ছিনতাইকৃত গাড়িটিকে যেখান থেকে উদ্ধার করা হয়, তার পাশেই সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত একটি ফোর্ড এসইউভি পাওয়া যায়।
মূল ঘটনার সঙ্গে ফোর্ডের গাড়িটির সংযোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
গাড়ি ছিনতাইয়ের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর কারণ খুঁজছে।