বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬৯.৮ মিলিয়ন

টিবিএন ডেস্ক

এপ্রিল ৯ ২০২৩, ২৩:০৯

বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬৯.৮ মিলিয়ন
  • 0

সবশেষ জনশুমারির হিসাবে বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬৯৮,২৮,৯১১ জনে। এর মধ্যে পুরুষ ৮৪০,৭৭,২০৩ এবং নারী ৮৫৬,৫৩,১২০ জন।

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এই তথ্য জানিয়েছে।

জনশুমারি ও গৃহগণনা ২০২২ পিইসি (প্রাথমিক প্রতিবেদন) জরিপ নিয়ে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন জানান, ২০২২ সালের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী মোট জনসংখ্যা ছিল ১৬৫১৫৮৬১৬ জন। চূড়ান্ত হিসেবে আরও ৪৬৭০২৯৫ জন যোগ হয়। এর মধ্যে ট্রান্সজেন্ডার আছেন ১২,৬২৯ জন এবং ব্যালেন্স পপুলেশন ৮৫,৯৫৭ জন।

তিনি বলেন, ‘মোট জনসংখ্যার ৬৮.৩৪ শতাংশ গ্রামে এবং ৩১.৬৬ শতাংশ শহরে বাস করেন।’

বিভাগভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, সবচেয়ে বড় বিভাগ ঢাকার জনসংখ্যা হলো ৪৫৬৪৩৯১৫ জন, যা দেশের মোট জনসংখ্যার ২৬.৮৮ শতাংশ। সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে, যা মোট জনসংখ্যার ৫.৪৯ শতাংশ।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ট্রান্সজেন্ডারের সংখ্যা কম হওয়ায় তার এনইসি হিসাব করা সম্ভব হয়নি। এছাড়া জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ ১৭৫০৭টি থানার ৮৫৯৫৭ জনের আংশিক তথ্য পাওয়া গেছে। তাদের লিঙ্গসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য পাওয়া যায়নি। এজন্য তাদেরকে ব্যালেন্স পপুলেশন বলা হচ্ছে।


0 মন্তব্য

মন্তব্য করুন