লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান

টিবিএন ডেস্ক

মে ২৩ ২০২৩, ২১:৩৫

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

  • 0

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএলের) 'গল গ্ল্যাডিয়েটর্স’- এর হয়ে খেলতে সরাসরি চুক্তি করেছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান।

এলপিএলের চতুর্থ আসর শুরু হবে আগামী ৩০ জুলাই। বিশ্বের অনেক দেশের টি-টোয়েন্টি লিগে খেললেও এবারই প্রথম শ্রীলঙ্কার টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন সাকিব। 

শুরুতে এলপিএলের নিলামের জন্য নিজের নাম অন্তর্ভুক্ত করলেও পরবর্তীতে নাম প্রত্যাহার করে নেন এই তারকা অলরাউন্ডার। এরপর সরাসরি চুক্তিতে নাম লেখালেন গল গ্ল্যাডিয়েটর্সে 

পাঁচ দলের এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন। নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে।


0 মন্তব্য

মন্তব্য করুন