তবে ভয় পাওয়ার মতো কোনো ঘটনা আদতে ঘটেনি, বরং বিভ্রান্তি থেকে ছড়িয়েছিল ‘নিখোঁজ’ হওয়ার গল্পটি।
সুস্থ দেহে ফিরে এসে নিজের টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে হাস্যরসও করেছেন বেল।
ডেইটোনা বিচ পুলিশ ডিপার্টমেন্ট তাকে খুঁজে পাওয়ায় নতুন বিবৃতি দেয়ার পর ‘ড্রেক অ্যান্ড যশ’ খ্যাত এই তারকা নিজের টুইটার অ্যাকাউন্টে একটি হাসির ইমোজি দিয়ে লেখেন, ‘রাতে নিজের ফোন গাড়িতে রেখে অন্য কোথাও চলে গেলে এমন অবস্থাই হয়।’
এর আগে বেলকে না পেয়ে পুলিশ জানায়, একটি ২০২২ মডেলের ধূসর বিএমডব্লিউ নিয়ে বেড়িয়েছিলেন তিনি। তাকে সবশেষ ১২ এপ্রিল মেইনল্যান্ড হাই স্কুল এলাকায় দেখা গিয়েছিল। বিবৃতিতে বেলকে নিখোঁজ এবং বিপদগ্রস্তও বলা হয়।
ড্রেক বেল ২০০০ সালের শুরুর দিকে নিকেলোডিয়নের ‘দ্য অ্যামান্ডা শো’ এবং ‘ড্রেক অ্যান্ড যশ’ -এর মাধ্যমে তারকাখ্যাতি পান।
এক কিশোরীকে যৌন হয়রানিমূলক টেক্সট পাঠানোর ঘটনায় ২০২১ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।