রাশিয়ায় বুধবার ভোরে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপরেই অ্যামেরিকার ৬টি স্টেইট ও গুয়ামাতে সুনামি সতর্কতা জারি করা হয়।
আতঙ্কিত অ্যামেরিকানদের মনোবল বাড়াতে তাদের প্রতি বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এনডিটিভি জানিয়েছে, আলাস্কা এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বাসিন্দাদের শক্তিশালী এবং নিরাপদ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ট্রুথ সোশ্যালে দেয়ার এক পোস্টে ট্রাম্প বলেন, ‘প্রশান্ত মহাসাগরে ভয়াবহ ভূমিকম্পের কারণে, হাওয়াইতে বসবাসকারীদের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা এবং অ্যামেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সর্বশেষ তথ্যের জন্য দয়া করে tsunami.gov দেখুন। মনোবল শক্ত রাখুন এবং নিরাপদ থাকুন!’
এ দিকে হাওয়াইতে, হনোলুলু জুড়ে সুনামি সতর্কতা সাইরেন বেজে ওঠে। ফলে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা নিরাপত্তার জন্য উঁচু স্থানে সরে যেতে বাধ্য হন।
রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে।
প্রায় ১৮০,০০০ জনসংখ্যার রাশিয়ান শহর পেত্রোপ্যাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১১৯ কিলোমিটার (৭৪ মাইল) দূরে কেন্দ্রীভূত এই ভূমিকম্পের ফলে, একাধিক দেশে তাৎক্ষণিক সুনামি সতর্কতা জারি করা হয়।
ভূমিকম্পের ফলে কর্তৃপক্ষকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি বেশ কয়েকটি এলাকা খালি করতে বাধ্য করা হয়েছে, বিশেষ করে কামচাটকা উপদ্বীপে, যেখানে ৩ থেকে ৪ মিটার (১০ থেকে ১৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউয়ের খবর পাওয়া গেছে।