যৌন নিপীড়নের মামলায় খালাস কেভিন স্পেইসি

টিবিএন ডেস্ক

জুলাই ২৬ ২০২৩, ১৫:০০

আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন কেভিন স্পেইসি। ছবি: রয়টার্স

আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন কেভিন স্পেইসি। ছবি: রয়টার্স

  • 0

৬৪তম জন্মদিনের দিন যৌন নিপীড়নের নয়টি অভিযোগের সবকটি থেকে খালাস পেয়েছেন অস্কারজয়ী অভিনয়শিল্পী কেভিন স্পেইসি। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট বুধবার এই রায় দিয়েছে।

রায় ঘোষণার আগে আদালতে ফুরফুরে অবস্থায় দেখা গেছে এই তারকাকে। তবে রায় শোনার পর অশ্রুসিক্ত চোখে জুরিকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন তিনি।

নির্দোষ প্রমাণিত হয়ে বের হয়ে তিনি কোর্টহাউয স্টাফ, নিরাপত্তা রক্ষী ও নিজের লিগ্যাল টিমকে ধন্যবাদ জানান।

স্পেইসির বিরুদ্ধে ২০১৭ সালের অক্টোবরে হ্যাশট্যাগ-মিটু মুভমেন্টের সময় প্রথমবার যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এরপর আরও কয়েক জন একই ধরনের অভিযোগ তোলেন। তারা জানান, ঘটনাগুলো ঘটে ২০০১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে। সে সময় লন্ডনে থিয়েটারেই বেশি কাজ করতেন এই সুপারস্টার।

লন্ডনের হাইকোর্টে গত ২৮ জুন স্পেইসির বিরুদ্ধে মামলার বিচারকাজ শুরু করা হয়। মামলায় তার বিরুদ্ধে যৌন হেনস্তার আটটি ও বিনা সম্মতিতে যৌনাচারে জড়িত করার একটি অভিযোগ আনা হয়।

স্পর্শকাতর এই মামলায় বুধবার ১২ ঘণ্টারও বেশি সময় ধরে জুরি বোর্ডের আলোচনার পর রায় দেন বিচারক।


0 মন্তব্য

মন্তব্য করুন