স্থানীয় সংবাদ সংস্থা এসডব্লিউএনএস জানিয়েছে, ৫ জুন প্রকাশিত এক ভিডিওতে অ্যালিগেটরকিকে ব্যস্ত রাস্তা পার হতে দেখা যাচ্ছিল। এ সময় ট্র্যাফিক পুলিশ রাস্তায় যান চলাচল বন্ধ রাখে ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষজ্ঞরা চেষ্টা করে সরীসৃপটিকে আটক করার।
এক ঘণ্টার চেষ্টা ধরা হয় ১০ফুট দৈর্ঘ্যর অ্যালিগেটরটিকে। এরপর হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।
এরপর এর মুখ আটকে বিশেষজ্ঞরা একে রাস্তার পাশে নিয়ে যান। সেখান থেকে ট্রাকে করে প্রাণীটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
গত কয়েক সপ্তাহে ফ্লোরিডায় লোকালয়ে অ্যালিগেটর দেখা যাওয়ার তৃতীয় ঘটনা এটি।
সপ্তাহ দুয়েক আগে ওভিয়েডোর এক পার্কে এক কুকুরকে আক্রমণ করে ১২ ফুট দৈর্ঘ্যের এক অ্যালিগেটর। প্রকাশ্যে অ্যালিগেটর দেখা যাওয়ার একাধিক ঘটনায় নাগরিক ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এর উলটো ঘটনা ঘটে গত ৩১ মে। ওইদিন ট্যাম্পা বের এক থিম পার্কে সীমানা ঘেরা অ্যালিগেটরের এলাকায় প্রবেশ করেন নিক রিড নামের এক ব্যক্তি। পরে কর্তৃপক্ষের অনুরোধে তিনি এলাকা ছেড়ে বেরিয়ে আসেন। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।