অ্যামেরিকার বড় দুই বাণিজ্যিক অংশীদারকে শনিবার উচ্চ শুল্কের হুমকি দিয়ে বাণিজ্যযুদ্ধকে তীব্র করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
মেক্সিকো ও ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ১ আগস্ট থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট।
রয়টার্স জানায়, অ্যামেরিকার সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করে পক্ষ দুটি। এ আলোচনায় তারা ব্যাপক কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে না পারায় ট্রাম্প ওই শুল্ক আরোপের হুমকি দেন।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে পাঠানো আলাদা চিঠিতে সম্ভাব্য শুল্কের ঘোষণা দেন ট্রাম্প। চিঠি দুটি শনিবার নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন তিনি।
এর প্রতিক্রিয়ায় ইইউ ও মেক্সিকো প্রস্তাবিত শুল্ককে অন্যায্য ও বিঘ্নকারী আখ্যা দিয়েছে। পক্ষ দুটি ট্রাম্প নির্ধারিত সময়সীমার আগেই অ্যামেরিকার সঙ্গে বৃহত্তর বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।
চলতি সপ্তাহে অন্য ২৩টি বাণিজ্যিক অংশীদারের কাছে একই রকম চিঠি পাঠান ট্রাম্প। তার লিখিত বার্তা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, জাপান, ব্রাজিল ও বাংলাদেশ।
এসব দেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ২০ শতাংশ থেকে শুরু করে ৫০ শতাংশ নাগাদ শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট।