শুল্ক আরোপ থেকে পিছু হটছি না: প্রেসিডেন্ট ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২৮ ২০২৫, ২২:৪৬

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

  • 0

কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়ে, তা থেকে পিছু হটা নিয়ে সৃষ্ট নতুন সমালোচনার, জবাব দিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে ডিসট্রিক্ট অব কলাম্বিয়ার অন্তর্বর্তীকালীন ইউএস অ্যাটর্নি হিসেবে, জেনিন পিরোর শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার স্বার্থেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।

ডিসট্রিক্ট অব কলাম্বিয়ার অন্তর্বর্তীকালীন ইউএস অ্যাটর্নি হিসেবে, বুধবার হোয়াইট হাউযের ওভাল অফিসে শপথ নেন ফক্স নিউযের সাবেক সঞ্চালক ও দীর্ঘদিনের আইনজীবী জেনিন পিরো। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি তাকে শপথ পড়ান।

শপথগ্রহণ অনুষ্ঠানে নানা বিষয়ে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এসময় এক সাংবাদিক তুলে ধরেন- তাঁর বার বার কঠোর নতুন শুল্ক ঘোষণার মাধ্যমে, শেয়ারবাজারে অস্থিরতা সৃষ্টি করা এবং পরে তা স্থগিতের মাধ্যমে বাজার স্বাভাবিক করাকে, উপহাস করে ‘টাকো ট্রেড’ হিসেবে সংজ্ঞায়িত করছেন অনেকে। ফিন্যান্সিয়াল টাইমসের একজন কলামিস্টের উদ্ভাবিত এই শব্দের পূর্ণরূপ হলো ‘ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট’ অর্থাৎ ‘ট্রাম্প সর্বদা পিছু হটেন’।

তবে, এমন সমালোচনাকে প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তিনি বলেন, এটি আলোচনার কৌশল। পাল্টা সমালোচনা করেন প্রশ্নকারী সাংবাদিকের।

ট্রাম্প দাবি করেন, তিনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা না বলতেন; তাহলে তারা আলোচনার টেবিলে আসতো না।

আরেক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান- পুতিন সত্যিই ইউক্রেইন যুদ্ধ শেষ করতে চান বলে তিনি মনে করেন কিনা? জবাবে ট্রাম্প বলেন, এটি দুই সপ্তাহের মধ্যে জানা যাবে।

পুতিন যদি অ্যামেরিকার সঙ্গে টালবাহানা করে থাকেন, তাহলে সে অনুযায়ী প্রতিক্রিয়া জানানো হবে বলে মন্তব্য করেন তিনি।

শান্তি স্থাপনের প্রচেষ্টায় পুতিনকে আগ্রহী দেখালেও, ইউক্রেইনের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না উল্লেখ করে ইউক্রেইনে রাশিয়ার অব্যাহত হামলার আবারো সমালোচনা করেন ট্রাম্প। তবে দেশটির ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে কি-না, স্পষ্ট করেননি তিনি।

এসময় হার্ভার্ড ইউনিভার্সিটি নিয়ে আবারো নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি। হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত ফেডারেল অনুদানের অর্থ দেশের বিভিন্ন ট্রেড স্কুলগুলোকে দেয়া উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প।

তার মতে, হার্ভার্ডসহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আরো কমিয়ে আনা উচিত। এর ফলে দেশের অনেক শিক্ষার্থীর জন্য সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।

এছাড়া ট্রাম্প আরো জানান, তিনি ইযরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন, যেন ইরানের সাথে চলমান পরমাণু আলোচনায় কোনোভাবে বিঘ্ন সৃষ্টি না করেন।