গাড়ি ছিনতাইকারী পেশাদার এক অপরাধীকে ধরার অভিযানে শুক্রবার সকালে সহকর্মীদের গুলিতে আহত হয়েছেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির গোয়েন্দা এক কর্মকর্তা।
আইউইটনেস নিউজ কর্মকর্তাদের বরাতে জানায়, হোয়াইটস্টোন সেকশনের হোয়াইটস্টোন এক্সপ্রেসওয়ে ও টোয়েন্টিসেকেন্ড রোডের কাছে সকাল ৯টার ঠিক আগে এ ঘটনা ঘটে।
তদন্তকারীদের ভাষ্য, একটি সার্ভিস রোডের ঠিক পাশে রাখা এক গাড়ির কাছে আসেন ছিনতাইকারী। তিনি ডাকাতির কথা জানিয়ে গাড়িটির চালককে আগ্নেয়াস্ত্র সদৃশ একটি বস্তু দেখান।
গাড়ির চালক ভেতর থেকে বের হয়ে এলে তাকে মারধর করেন ছিনতাইকারী। সে সময় ভুক্তভোগী ৯১১ নম্বরে কল দিতে সক্ষম হলে ছিনতাইকারী পালিয়ে যান।
পরে ছিনতাইকারী বুঝতে পারেন, এখনও ভুক্তভোগীর কাছে আছে গাড়িটির চাবি। এ কারণে তিনি ঘটনাস্থলে ফিরে আসেন। এর আগে আরেকটি গাড়ির সঙ্গে তার গাড়িটির ধাক্কা লাগান।
তদন্তকারীরা জানান, ঘটনাস্থলে ফিরে দ্বিতীয়বারের মতো ভুক্তভোগীকে মারধর করেন ছিনতাইকারী। তার কাছ থেকে চাবিটি নিয়ে তিনি ফের স্থান ছাড়েন।
ছিনতাইকারী টোয়েন্টিসেকেন্ড রোডে গেলে সেখানে চলে আসেন পুলিশ কর্মকর্তারা। তারা তার পথ রোধ করার চেষ্টা করেন।
ঘটনার বিষয়ে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, পাহারায় থাকা কর্মকর্তাদের ছিনতাইকারীকে ধরার চেষ্টা করতে দেখেন কুইন্স সাউথ নারকোটিকসে দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দারা। তারা ছিনতাইকারীর গাড়িটি আটকানোতে সহায়তার চেষ্টা করেন।
ছিনতাইকারী ধরার চেষ্টার সময় ১০৯তম প্রেসিঙ্কটের পাহারায় থাকা তিনজন কর্মকর্তা গুলি চালান। দুটি গুলি বিদ্ধ হয় নারকোটিকসে দায়িত্বরত গোয়েন্দার হাত ও পায়ে।
গুলিবিদ্ধ কর্মকর্তাকে দ্রুত জ্যামাইকা হসপিটালে নেওয়া হয়। নাম প্রকাশ না করা এ কর্মকর্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।
টিশ জানান, ২৮ বছর বয়সী ছিনতাইকারীকে কেভিন ডুবুইসন হিসেবে শনাক্ত করা হয়েছে। ইতোপূর্বে বিভিন্ন অভিযোগে তাকে ১০ বার গ্রেপ্তার করা হয়। সর্বশেষ তাকে বৃহস্পতিবার গ্রেপ্তারের পর মুক্তি দেওয়া হয়।
সূত্রের বরাতে অ্যামএনওয়াই জানায়, ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ১০৯তম প্রেসিঙ্কটে রাখা হয়েছে।