নিউ ইয়র্ক সিটির ইস্ট রিভার প্রণালি থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় দুই বছর বয়সী মন্ট্রেল উইলিয়ামসের বাবা অ্যারিয়াস উইলিয়ামসকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে পুলিশের একাধিক সূত্র।
এনওয়াই ডেইলি নিউজ জানায়, এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ ছিল মন্ট্রেল উইলিয়ামস। বুধবার দুপুর ১২টা ১৮ মিনিটে হোয়াইটস্টোন ব্রিজের কাছে ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্ক সংলগ্ন জলাধারে শিশুটির মরদেহ পাওয়া যায় বলে জানায় পুলিশ। তার পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে কাজ করছেন তদন্তকারীরা।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাইকার্স আইল্যান্ড কারাগারে সোমবার থেকে বন্দি মন্ট্রেলের ২০ বছর বয়সী বাবা অ্যারিয়াস।
পুলিশ জানায়, বন্দি হওয়ার আগের দিন মন্ট্রেলের ১৭ বছর বয়সী মাকে ছুরি দেখিয়ে হুমকি দেন অ্যারিয়াস। তাদের সন্তানকে ব্রঙ্কস নদীতে ছুড়ে ফেলার কথা স্ত্রীকে জানান তিনি।
ব্রঙ্কসের একটি পারিবারিক আদালতে নিখোঁজ ছেলের অবস্থান সম্পর্কে তথ্য জানাতে অস্বীকৃতি জানান অ্যারিয়াস। এ কারণে আদালত অবমাননার ঘটনায় জেলে পাঠানো হয় তাকে। বৃহস্পতিবার তাকে ছেলে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়।
শিশু মন্ট্রেলকে গত ১০ মে সর্বশেষ দেখেছিলেন তার মা। এর পর থেকে সে নিখোঁজ ছিল।
গতকাল যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, তার সঙ্গে মন্ট্রেলের ছবির মিল রয়েছে।
মন্ট্রেলের পরিবার জানায়, পুলিশ তাদের বলেছে, কেলভিন ক্লাইনের যে টি-শার্ট পরা অবস্থায় বাবার সঙ্গে শিশুটি নিখোঁজ হয়েছিল, উদ্ধার হওয়া শিশুর গায়েও সেই জামা পাওয়া গেছে।