ফেয়েটভিল পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ভি লাক্স হুকাহ লাউঞ্জে রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে । ঘটনাস্থলেই গুলিতে মারা যান একজন পুরুষ, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
হুকাহ লাউঞ্জের ভিতরে বিতর্কের জেরে পরে পার্কিং লটে বন্দুকধারী গুলি চালান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।