
সম্পর্ক ছিন্ন করায় প্রেমিকাকে পুড়িয়ে হত্যা

টিবিএন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২ ২০২৫, ১১:৩৮ হালনাগাদ: অক্টোবর ২৭ ২০২৫, ১৭:৫৩

প্রতীকী ছবি
- 0
৫২ বছর বয়সী প্রেমিক ভিট্টলের সাথে লিভ ইন সম্পর্কে ছিলেন ২৫ বছর বয়সী তরুণী বনজাক্ষী।
অসম প্রেমের গল্প রূপ নিলো ট্র্যাজেডিতে। রাগের মাথায় সম্পর্ক ছিন্ন করে নিজের বাড়িতে চলে যান প্রেমিকা। যা মেনে নিতে পারেনি প্রেমিক। আর তাই ক্ষুব্ধ হয়ে পুড়িয়ে মেরেছেন প্রেমিকাকে।
৫২ বছর বয়সী প্রেমিক ভিট্টলের সাথে লিভ ইন সম্পর্কে ছিলেন ২৫ বছর বয়সী তরুণী বনজাক্ষী। ঝগড়ার জেরে ঘর ছেড়ে বেরিয়ে যান প্রেমিকা।যা মেনে নিতে পারেননি প্রেমিক ভিট্টল।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরু শহরে। শনিবার বিকেলে বনজাক্ষী তার এক পুরুষ সঙ্গী মুনিয়াপ্পার সাথে সেন্ট জনস হাসপাতালে তার ভাগ্নেকে দেখতে যাচ্ছিলেন।
সময় সেখানে উপস্থিত হয়ে কেউ কিছু বোঝার আগে পুরো গাড়িতে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেন ভিট্টল।
এসময় চালকসহ দুই যাত্রী দরজা খুলে বেরিয়ে আসেন। তবে শেষ রক্ষা হয়নি সেই তরুণীর। তার পিছু নেন ওই যুবক। কিছুটা দৌড়ে ধরে ফেলেন বনজাক্ষীকে। রাস্তার মাঝেই ওই তরুণীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় বনজাক্ষীর।
এত অল্প সময়ের মধ্যে ঘটনাটি ঘটে যায় যে, প্রথমে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারেননি পথচারীরা।
পুলিশ জানায়, বনজাক্ষী ও বিঠল দীর্ঘদিন ধরে একটি ভাড়াবাড়িতে থাকতেন। বিঠল পেশায় গাড়িচালক হলেও নেশাগ্রস্ত ছিলেন। এ নিয়ে প্রেমিকার সঙ্গে অশান্তি দেখা দেয়। কিছু দিন আগে সম্পর্ক ছিন্ন করে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন বনজাক্ষী।
পুলিশের তদন্তে দেখা যাচ্ছে যে, ভিট্টলের সাথে লিভ-ইন সম্পর্কে থাকাকালীন মুনিয়াপ্পা নামে একজন ব্যবসায়ীর সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ব্যক্তিগত রোষের কারণেই তরুণীকে জ্যান্ত পুড়িয়ে মেরেছেন অভিযুক্ত ভিট্টল।
এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে হাজির করা হয়।