ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নেদারল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।
ম্যাচে ফ্রান্সের পক্ষে জোড়া গোল করেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের মাত্র ২ মিনিটেই এমবাপ্পের সহায়তা থেকে গোল করেন গ্রিজমান।
গ্রিজমানের গোলের পর ৮ মিনিটে আবারও ফরাসিদের এগিয়ে দেন দায়ত উপমেকানো। ম্যাচের ২১ মিনিটে অরেলিয়াঁ চুয়ামেনির পাস থেকে গোল করেন এমবাপ্পে।
পরের গোলটি এসেছে ম্যাচের ৮৮ মিনিটে। দুর্দান্ত এক গোল করেন এমবাপ্পে। এই গোলে তিনি ফ্রান্স জাতীয় দলের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা হয়ে যান, ছাড়িয়ে গেছেন করিম বেনজেমাকে।
ফ্রান্সের হয়ে তার গোল এখন ৩৮টি। ম্যাচের শেষ মুহুর্তে পেনাল্টি পেলেও গোল করতে পারেননি ডিপাই।
ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের আরেক ম্যাচে রোমেলো লুকাকুর হ্যাটট্রিকে সুইডেনকে ৩–০ গোলে হারিয়েছে বেলজিয়াম।