ইমেইলে বোমা হামলার হুমকির জেরে বেশ কয়েকটি ভোটকেন্দ্র বন্ধ করতে বাধ্য হয় নিউ জার্সি কর্তৃপক্ষ। এর ফলে কিছু ভোটকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকায় ভোটারদের কাছের অন্য কেন্দ্রে ভোট দিতে পাঠানো হয়।
পরে কর্তৃপক্ষ আশ্বস্ত করে জানায়, এসব হুমকিগুলো ভুয়া ছিল।
নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ প্ল্যাটকিন জানান, বিভিন্ন কাউন্টিতে ইমেইলে পাওয়া হুমকির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, ‘কিছু ভোটকেন্দ্র ইতোমধ্যেই পুনরায় খোলা হয়েছে, আর যেগুলো বন্ধ আছে, সেগুলোর ভোটারদের কাছের কেন্দ্রগুলোতে ভোট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
নিউয়ার্ক পাবলিক সেফটি ডিরেক্টর ইমানুয়েল মিরান্ডা জানান, ইমেইলগুলোতে ছিল ভুয়া বোমা হামলার দাবি।
অন্যদিকে, লেফটেন্যান্ট গভর্নর এবং স্টেটের প্রধান নির্বাচন কর্মকর্তা তাহেশা ওয়ে এক বিবৃতিতে বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে যে, বর্তমানে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’
তিনি আরওবলেন, ‘ভোটার ও নির্বাচনকর্মীদের সুরক্ষায় আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছি এবংস্টেট, স্থানীয় ও ফেডারেল সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যেন নির্বাচন নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়।’
বোমা হামলার হুমকি দিয়ে ইমেইলগুলো নিউ জার্সির বিভিন্ন কাউন্টিতে পাঠানো হয়।যারমধ্যে রয়েছে- বার্গেন, এসেক্স, মার্সার, মিডলসেক্স, মোনমাউথ, ওশেন এবং প্যাসেইক কাউন্টির বিভিন্ন ভোটকেন্দ্র।