কুইন্সে আগুনে বয়স্ক নারীর মৃত্যু, দুই ফায়ারফাইটার আহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭ ২০২৫, ১৭:৫৬

আগুনের প্রতীকী চিত্র। ফাইল ছবি

আগুনের প্রতীকী চিত্র। ফাইল ছবি

  • 0

বাড়ি থেকে উদ্ধার করা নারীকে দ্রুত নিউ ইয়র্ক-প্রেসবিটেরিয়ান কুইন্স হসপিটালে গুরুতর অবস্থায় নেওয়া হয়। সেখানে পরবর্তী সময়ে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিউ ইয়র্ক সিটির কুইন্সের কলেজ পয়েন্ট সেকশনে সোমবার একটি বাড়িতে ধরা আগুনে বয়স্ক এক নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন দুজন ফায়ারফাইটার।

আইউইটনেস নিউজ জানায়, টোয়েন্টিসিক্সথ অ্যাভিনিউর বাড়িটিতে ভোররাত পাঁচটা ১০ মিনিটের ঠিক পরই সাড়াশব্দহীন অবস্থায় পাওয়া যায় ৮৫ বছর বয়সী নারীকে।

সংবাদমাধ্যমটি জানায়, আড়াই তলা বাড়ির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ৭০ জন ফায়ারফাইটার।

তাদের চেষ্টায় সকাল ছয়টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বাড়ি থেকে উদ্ধার করা নারীকে দ্রুত নিউ ইয়র্ক-প্রেসবিটেরিয়ান কুইন্স হসপিটালে গুরুতর অবস্থায় নেওয়া হয়। সেখানে পরবর্তী সময়ে তাকে মৃত ঘোষণা করা হয়।

আগুন নেভাতে গিয়ে দুজন ফায়ারফাইটার সামান্য আহত হন।

এ অগ্নিকাণ্ডের কারণ নিয়ে তদন্ত চলছে।