নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বেথপেজে একটি ডেলি শপে ছুরিকাঘাতে বৃদ্ধ দম্পতিকে হত্যা করেছেন তাদের ছেলে সন্তান।
পুলিশের বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার পরপর হিকসভিলে সড়কে এ অ্যান্ড এ ইতালিয়ান ডেলি অ্যান্ড পিৎজা শপে এ ঘটনা ঘটে।
জরুরি নম্বরে হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। সেখান থেকে হামলাকারীকে গ্রেপ্তার করেন কর্মকর্তারা।
এক প্রত্যক্ষদর্শী জানান, সন্তানের হামলার শিকার ওই দম্পতি তিন দশক ধরে ডেলি শপটি পরিচালনা করে আসছিলেন। দোকানের ভেতর তাদের ওপর হামলা চালান নিজ সন্তান।
অপর এক প্রত্যক্ষদর্শী জো বোরোস বলেন, “আমার ৯৭ বছরের জীবনে সবচেয়ে বাজে ঘটনার সাক্ষী হয়েছি। আমি দেখলাম হামলার পর ছেলেটি হেঁটে বের হয়ে বলছে, ‘আমি আমার মা-বাবাকে ছুরিকাঘাত করেছি।’”
ঘটনাটি খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা। এখন পর্যন্ত সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি বলে জানায় পুলিশ।