উচ্ছেদ অভিযানে আসা পুলিশের ওপর গুলি বৃদ্ধের, অতঃপর আত্মহত্যা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩ ২০২৫, ২০:৩৫ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ৩:২২

বন্দুক হামলায় গুলিবিদ্ধ করার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

বন্দুক হামলায় গুলিবিদ্ধ করার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

  • 0

পুলিশ জানায়, বাড়ি থেকে উচ্ছেদ না করার অনুরোধ জানিয়ে আদালত কর্তৃপক্ষকে চিঠিটি লিখেছিলেন ওই নারী। ওই চিঠিতে বলা হয়, ‘আমি ৬৯ বছরের এক বয়স্ক নারী যে কি না ডায়েবটিস, বিষণ্ণতা ও স্মৃতিভ্রমজনিত সমস্যায় ভুগছে। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই।’

কানেকটিকাটে এক বৃদ্ধ দম্পতির বাড়ি দখল করতে উচ্ছেদ অভিযানে আসে পুলিশের একটি দল। উপায় না পেয়ে পুলিশের ওপর গুলি চালায় পুরুষ ব্যক্তি। পরে হাতে থাকা বন্দুক চালিয়ে করেন আত্মহত্যা ।

আইউইটনেস নিউজ জানায়, মঙ্গলবার স্টামফোর্ড এলাকার ওকলন অ্যাভিনিউয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ওইদিন সন্ধ্যায় আদালতের নির্দেশে উচ্ছেদ নিশ্চিত করতে ট্রাক নিয়ে বৃদ্ধ দম্পতির বাড়িতে হাজির হয় পুলিশ। বাড়িতে প্রবেশ করলে বৃদ্ধ পুরুষটি পুলিশের ওপর গুলি চালান।

এ ঘটনায় পুলিশের একাধিক সদস্য গুরুতর আহত হন। পরমুহূর্তেই নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন সন্দেহভাজন।

পরে ঘটনাস্থল থেকে মৃত সন্দেহভাজনের স্ত্রীর লেখা একটি পুরনো চিঠি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বাড়ি থেকে উচ্ছেদ না করার অনুরোধ জানিয়ে আদালত কর্তৃপক্ষকে চিঠিটি লিখেছিলেন ওই নারী।

ওই চিঠিতে বলা হয়, ‘আমি ৬৯ বছরের এক বয়স্ক নারী যে কি না ডায়েবটিস, বিষণ্ণতা ও স্মৃতিভ্রমজনিত সমস্যায় ভুগছে। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই।’

তিনি চিঠিতে আরও জানান, তার স্বামী ২০১৪ সালে ক্যানসার ও কোভিড আক্রান্ত হয়ে চাকরি থেকে অব্যাহতি নেন। এরপর তারা অর্থনৈতিক দুরাবস্থা কাটিয়ে উঠতে পারেননি। উপরন্তু এখন বাড়ি হারনোর ভয়ে দিন পার করছেন।

ঘটনাটি খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।