নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির হাউজিং ব্যুরোতে কর্মরত এক কর্মকর্তাকে শনিবার নির্দয়ভাবে পিটিয়ে বন্দুকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম ছিনিয়ে নিয়েছে মুখোশধারী দুই দুর্বৃত্ত।
পুলিশ সূত্রগুলো জানায়, ব্রঙ্কসে মারধরের এ ঘটনায় অচেতন হয়ে পড়েন ওই পুলিশ সদস্য।
এওএল ডটকমের প্রতিবেদনে জানানো হয়, ২৭ বছর বয়সী ওই কর্মকর্তা তার শিফটের দায়িত্ব শেষ করে পার্কচেস্টারের সেন্ট পিটার্স অ্যাভিনিউতে রাখা ব্যক্তিগত গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন। ভোররাত চারটা ১০ মিনিটে কালো পোশাক পরা দুর্বৃত্তরা তাকে মারধর করে তার গান বেল্ট টেনে ধরে।
সূত্রগুলো জানায়, তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত না হওয়া ওই পুলিশ সদস্যের মাথায় লাথি মারে দুর্বৃত্তরা। এতে চোখে আঘাত পান তিনি। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার অবস্থা ছিল স্থিতিশীল।
একটি সূত্র জানায়, মুখোশধারীরা কাছে আসার পর বিষয়টি এক কর্মকর্তাকে ফোনে জানান এনওয়াইপিডির এ কর্মকর্তা।
দুর্বৃত্তরা চলে যাওয়ার আগে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে গুলি করবেন না! আমি একজন পুলিশ!’
সূত্রগুলো জানায়, পুলিশ কর্মকর্তার বন্দুকের পাশাপাশি তার ওয়ালেট, আইডি কার্ড এবং ব্যক্তিগত ও এনওয়াইপিডির দেওয়া ফোন ছিনিয়ে নিয়ে সরে পড়ে দুর্বৃত্তরা।
পুলিশ এরই মধ্যে অপরাধের তদন্ত শুরু করেছে। একে ব্রঙ্কসে বৃহত্তর ডাকাতি পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনায় নিয়ে এ তদন্ত চলছে বলে জানিয়েছে সূত্রগুলো।