নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী মামদানিকে হত্যার হুমকি

এহসান জুয়েল, নিউ ইয়র্ক

প্রকাশিত: জুন ২০ ২০২৫, ২৩:৫৭ হালনাগাদ: ডিসেম্বর ৬ ২০২৫, ২৩:২২

নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোরান মামদানি। ফাইল ছবি

নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোরান মামদানি। ফাইল ছবি

  • 0

সাম্প্রতিক চারটি আলাদা হুমকিতে মুসলিম এ মেয়র প্রার্থীর ব্যক্তিগত গাড়ি ও অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোরান মামদানিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

সাম্প্রতিক চারটি আলাদা হুমকিতে মুসলিম এ মেয়র প্রার্থীর ব্যক্তিগত গাড়ি ও অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

ডেমোক্রেটিক প্রাইমারির ঠিক এক সপ্তাহ আগে পাওয়া এ হুমকির কারণে দেহরক্ষী নিয়োগ দিয়েছেন মামদানি।

বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির হেইট ক্রাইম টাস্কফোর্স।

এমন একটা সময় জোরান মামদানি প্রাণনাশের হুমকি পেলেন, যখন সিটিজুড়ে চলছে আগাম ভোট। বৃহস্পতিবার এস্টোরিয়ায় আগাম ভোটও দিয়েছেন মামদানি।

কুইন্সের অ্যাসেম্বলিম্যান জোরান মামদানির অফিসে ভয়েস মেইল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। তার ব্যক্তিগত গাড়ি ও অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

মামদানির ক্যাম্পেইন জানিয়েছে, মেয়র প্রার্থীর ব্যক্তিগত গাড়ি না থাকার পরও নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এনওয়াইপিডির হেইট ক্রাইম টাস্কফোর্স, তবে এখনও হুমকিদাতাকে শনাক্ত করতে পারেনি তারা।

ধারণা করা হচ্ছে গাজায় ইযরায়েলের হামলার প্রতিবাদে সোচ্চা থাকায় মামদানিকে এ হত্যার হুমকি দেওয়া হয়েছে।

একজন মুসলিম হিসেবে হত্যার হুমকির ঘটনায় মর্মাহত বলে জানান মামদানি।

এ ধরনের ঘটনার নিন্দা জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো।

তিনি বলেন, এমন হুমকি অগ্রহণযোগ্য।

সবাই মিলে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান এ প্রার্থী।