নিউ ইয়র্ক সিটির কুইন্সের একটি ব্যাংকে সোমবার সকালে ব্রিঙ্কসের সাঁজোয়া গাড়ি থেকে অর্থ লুটের পাশাপাশি একজন কর্মীর বন্দুক ছিনিয়ে নিয়েছে সশস্ত্র দুই ডাকাত।
পুলিশ জানায়, সকাল পৌনে ৯টার দিকে সেন্ট আলবান্স এলাকার লিন্ডেন বোলেভার্ড ও ২০৫তম সড়কে ব্যাংক অব অ্যামেরিকার বাইরে এ ঘটনা ঘটে।
এনওয়াই ডেইলি নিউজের প্রতিবেদনে জানানো হয়, ব্যাংকের জন্য অর্থ নিয়ে আসা ব্রিঙ্কসের ৬২ বছর বয়সী নিরাপত্তা কর্মকর্তার বন্দুক চুরি করে দুই ডাকাত। তারা অজ্ঞাত পরিমাণ অর্থ নিয়ে সটকে পড়ে।
এ ঘটনায় কেউ আহত হননি। ডাকাতরা পলাতক রয়েছে।
তদন্ত
কুইন্সে গাড়িতে ডাকাতির ঘটনাটি তদন্ত শুরু করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি। তদন্তের সময় ব্যাংক অব অ্যামেরিকার শাখাটি বন্ধ রাখা হয়।
পুলিশ জানায়, মুখোশ পরা সশস্ত্র দুই ব্যক্তি ব্রিঙ্কসের কর্মীদের কাছে যায়। তারা একজন কর্মীর কাছ থেকে বন্দুক নিয়ে নেয়। পরে তারা ব্রিঙ্কসের সাঁজোয়া ট্রাকের পেছন থেকে অজ্ঞাত পরিমাণ অর্থ চুরি করে।
বাহিনীটি আরও জানায়, ডাকাতরা লিন্ডেন বোলেভার্ড এলাকা থেকে কালো গাড়িতে করে পালিয়ে যায়।