নিউ ইয়র্ক সিটি পুলিশে বাড়ছে বাংলাদেশি, সংখ্যা কত?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯ ২০২৫, ২১:৫৮

দিদারুল ইসলাম এনওয়াইপিডির প্রথম বাংলাদেশি অ্যামেরিকান কর্মকর্তা, যিনি দায়িত্ব পালনের সময় হারিয়েছেন প্রাণ। ফাইল ছবি

দিদারুল ইসলাম এনওয়াইপিডির প্রথম বাংলাদেশি অ্যামেরিকান কর্মকর্তা, যিনি দায়িত্ব পালনের সময় হারিয়েছেন প্রাণ। ফাইল ছবি

  • 0

এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, কয়েক দশক আগে এনওয়াইপিডিতে হাতেগোনা কয়েকজন বাংলাদেশি কর্মকর্তা ছিলেন।

ব্রঙ্কসের একটি মসজিদের বাইরে গত সপ্তাহে প্রশংসা করা হচ্ছিল নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির এক কর্মকর্তার। সে সময় নেভি ব্লু পোশাকে একদল কর্মকর্তা আন্তরিকতার সঙ্গে একটি ব্যানার টানাচ্ছিলেন। ওই ব্যানারে তরুণ পুলিশ কর্মকর্তার ছবির পাশাপাশি ছিল তার সংগঠন বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন লেখা।

ন্যাশনাল ফুটবল লিগ-এনএফএলের সদরদপ্তর থাকা ম্যানহাটনের একটি অফিস ভবনে গত ২৮ জুলাই বন্দুক হামলায় নিহত চারজনের একজন ছিলেন দিদারুল ইসলাম। তিনি এনওয়াইপিডির প্রথম বাংলাদেশি অ্যামেরিকান কর্মকর্তা, যিনি দায়িত্ব পালনের সময় হারিয়েছেন প্রাণ।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এপি জানায়, দিদারুলের জানাজার মধ্য দিয়ে এনওয়াইপিডির একটি উর্বর নিয়োগ ক্ষেত্র উন্মোচন হয়। বাহিনীটির সে ক্ষেত্র হলো নিউ ইয়র্ক সিটির বর্ধনশীল বাংলাদেশি কমিউনিটি।

বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের বরাতে এপি জানায়, এনওয়াইপিডির পোশাকধারী ৩৩ হাজারের মতো সদস্যের মধ্যে এক হাজারের বেশি বাংলাদেশি অ্যামেরিকান। এ ছাড়া এনওয়াইপিডির বেসামরিক ১৯ হাজার কর্মীর মধ্যে দেড় হাজার জন বাংলাদেশি বংশোদ্ভূত।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, কয়েক দশক আগে এনওয়াইপিডিতে হাতেগোনা কয়েকজন বাংলাদেশি কর্মকর্তা ছিলেন।

৩৬ বছর বয়সী দিদারুলকে শেষ বিদায় জানাতে আসা এনওয়াইপিডি কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরে আসেন। তাদের ঘাড়ে ছিল পুলিশের ব্যাজ।

জানাজায় উপস্থিত এনওয়াইপিডির বাংলাদেশি কর্মকর্তাদের সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা শামসুল হক বলেন, ‘তিনি (দিদারুল) প্রকৃত অর্থে আমাদের কমিউনিটির মর্যাদা এমনভাবে বাড়িয়েছেন, যা আগে ভাবা যেত না।’

শামসুল আরও বলেন, অন্যদের বাঁচাতে গিয়ে শুধু জীবন উৎসর্গকারী নায়ক হিসেবে নয়, দিদারুল বেঁচে থাকবেন আশা, সততা ও অ্যামেরিকান স্বপ্নের প্রতীক হয়ে।