হঠাৎ ঢলে পড়লেন মাঠে, প্রাণ হারালেন কারিশমার সাবেক স্বামী সঞ্জয়

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১৪ ২০২৫, ০:২১

একটি মাছি গিলে ফেলার পর প্রিন্স উইলিয়ামসের দীর্ঘদিনের বন্ধু ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী  সঞ্জয়ের মৃত্যু হয় বলে জানায় দ্য মিরর। কোলাজ: নিউজ১৮

একটি মাছি গিলে ফেলার পর প্রিন্স উইলিয়ামসের দীর্ঘদিনের বন্ধু ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয়ের মৃত্যু হয় বলে জানায় দ্য মিরর। কোলাজ: নিউজ১৮

  • 0

ঘটনা সম্বন্ধে ওয়াকিবহাল এক ব্যক্তি মিররকে জানান, পূর্ণ উদ্যমে ছিলেন সঞ্জয়। তিনি হাসছিলেন, কৌতুক করছিলেন। তারপর হঠাৎ করে চলে গেলেন।

ইংল্যান্ডের বার্কশায়ার কাউন্টির উইন্ডসরে বৃহস্পতিবার চলছিল পলো ম্যাচ। এর মধ্যেই মাঠে হঠাৎ ঢলে পড়েন সঞ্জয় কাপুর। এরপর আর সুস্থ হয়ে ফিরতে পারেননি তিনি। হার্ট অ্যাটাকের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এ বিলিয়নেয়ার।

একটি মাছি গিলে ফেলার পর প্রিন্স উইলিয়ামসের দীর্ঘদিনের বন্ধু ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয়ের মৃত্যু হয় বলে জানায় দ্য মিরর।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, উইন্ডসরের মাঠে সঞ্জয়ের মুখে ঢুকে হুল ফোটায় মাছিটি। এতে মাঠে ঢলে পড়েন তিনি।

মাছিটির আঘাতে অ্যানাফিল্যাকটিক শক অনুভূত হয় এ ব্যবসায়ীর শরীরে। এতে করে প্রাণঘাতী হার্ট অ্যাটাকের শিকার হন তিনি।

ঘটনা সম্বন্ধে ওয়াকিবহাল এক ব্যক্তি মিররকে জানান, পূর্ণ উদ্যমে ছিলেন সঞ্জয়। তিনি হাসছিলেন, কৌতুক করছিলেন। তারপর হঠাৎ করে চলে গেলেন।

একজন প্রত্যক্ষদর্শী দ্য টেলিগ্রাফকে জানান, তিনি ৫৩ বছর বয়সী সঞ্জয়কে বলতে শুনেছেন, ‘আমি কিছু গিলে ফেলেছি।’

গাড়ি প্রযুক্তি প্রতিষ্ঠান সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন সঞ্জয় কাপুর। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, ‘আমাদের চেয়ারম্যান সঞ্জয় কাপুরের আকস্মিক প্রস্থানে আমরা গভীরভাবে শোকাহত।’