কুইন্সে স্কুলের পাশে মাথায় গুলিবিদ্ধ কিশোরী

টিবিএন ডেস্ক

মে ১১ ২০২৩, ১৯:৫৪

আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে জ্যামাইকা হসপিটালে নেয়া হয়। ছবি: গ্রেগরি পি. ম্যাংগো

আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে জ্যামাইকা হসপিটালে নেয়া হয়। ছবি: গ্রেগরি পি. ম্যাংগো

  • 0

নিউ ইয়র্কের কুইন্স বরোয় বুধবার রাতে একটি স্কুলের বাইরে মাথায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী।

১৬ বছর বয়সী ওই কিশোরী সেন্ট অ্যালবানসের ওয়ানটুয়েন্টিফার্স্ট অ্যাভিনিউয়ের লুকাস স্ট্রিটের পিএস জিরোওয়ানফাইভ জ্যাকি রবিনসনে একটি গাড়ির ভেতরে অবস্থান করছিল। রাত সাড়ে ৮টার দিকে তার মাথায় গুলি করা হয়।

পুলিশের বরাতে ডব্লিউএবিসি-এর রিপোর্ট জানায়, আগে কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা ওই কিশোরীকে লক্ষ করেই গুলি ছোড়া হয়েছে কি না তা স্পষ্ট নয়। বিবদমান দুটি গ্রুপের মধ্যে গোলাগুলি চলার সময় একটি বুলেট তার মাথায় আঘাত করতে পারে।

কিশোরীর ব্যবহৃত হুন্ডাই এসইউভি গাড়িটির জানালায় একটি বুলেটের ছিদ্র দেখা গেছে। 

আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে জ্যামাইকা হসপিটালে নেয়া হয়।

এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


0 মন্তব্য

মন্তব্য করুন