একটি সর্বোচ্চ গোলদাতা হিসেবে। অন্যটি ‘অ্যাসিস্টে’ সবার চেয়ে এগিয়ে থাকায়।
কিংবদন্তি পেলের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ আন্তর্জাতিক ৭৭ গোলের মালিক নেইমার। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে গোল করে পেলের রেকর্ড স্পর্শ করেন তিনি।
পুরস্কার হাতে নেইমার বলেন, ‘এখানে আসাটা সম্মানের। আমি মৌসুমটা ভালোভাবেই শুরু করেছিলাম। এরপর ইনজুরিতে পড়ি। আমাকে থামতে হয় এবং আবারও ফিরে আসার চেষ্টা করেছি।’
ইনস্টাগ্রাম পোস্টে নেইমার লিখেছেন, ‘এই গোলগুলো আমি করতে পারব তা স্বপ্নেও ভাবিনি। আমার স্বপ্ন ছিল ব্রাযিলের জার্সি পরে খেলা।’
ফুই ক্লিয়ারের ‘পেলে অ্যাওয়ার্ড’ জিতেছেন ভিনিশিয়াস জুনিয়র। ব্রাযিলের মাটিতে গোলের জন্য পুরস্কার জিতেছেন পেদ্রো। কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে সবচেয়ে সুন্দর গোলের পুরস্কার পেয়েছেন রিচার্লিসন।