বাগদাদের তাহরির স্কয়ারে সমবেত হন বিক্ষোভকারীরা। এই তাহরির স্কয়ারের কাছের গ্রিন জোনে সরকারি গুরুত্বপূর্ণ অফিস ও বিদেশি দূতাবাস ভবন অবস্থিত।
ডেনমার্কে ইরাকি দূতাবাসের সামনে শুক্রবার কোরআন অবমাননা করে কট্টর দক্ষিণপন্থি একটি গ্রুপ। ডেনমার্কের সংবাবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কট্টর ডানপন্থি ও উগ্র জাতীয়তাবাদী দল ড্যানস্কে প্যাট্রিওটার-এর সমর্থকেরা কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে কোরআনের কপি ও ইরাকি পতাকা পুড়িয়ে দেয়।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
অন্যদিকে ঘটনার প্রতিবাদে শনিবার বাগদাদে বিক্ষোভ করেন শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী। তারা ইরাকের পতাকার পাশাপাশি সদরের ছবি নিয়ে কোরআন আবমাননার প্রতিবাদে শ্লোগান দেন।
বিক্ষোভকারীরা ডেনমার্কের দূতাবাসের দিকে এগিয়ে গেলে নিরাপত্তা বাহিনী জুমহুরিয়া সেতু এলাকায় তাদেরকে থামিয়ে দেয়।
স্থানীয় সংবাদমাধ্যমে জানায়, বিক্ষোভকারীরা ইরাকে ডেনিশ রিফিউজি কাউন্সিলের সদর দফতরে আগুন দিয়েছেন।
এর আগে সুইডেনে কোরআনের কপি পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ ইরাকি জনতা বৃহস্পতিবার ভোরে বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা চালায়। এরপর ডেনমার্কের ঘটনায় শনিবার ফের বিক্ষোভের ঘটনা ঘটে।
কোরআন অবমাননার ঘটনায় সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।