হাঁসগুলো বাঁচল, তিনি প্রাণ হারালেন

টিবিএন ডেস্ক

মে ২৩ ২০২৩, ১৮:১১

রিভারাকে সম্মান জানাতে দুর্ঘটনাস্থলে রাবারের হাঁস ও ফুল রেখে গেছেন অনেকে। ছবি: সিবিএস নিউয

রিভারাকে সম্মান জানাতে দুর্ঘটনাস্থলে রাবারের হাঁস ও ফুল রেখে গেছেন অনেকে। ছবি: সিবিএস নিউয

  • 0

ছানাদের নিয়ে ব্যস্ত রাস্তা পার হচ্ছিল এক দল হাঁস। এদের নিরাপদে রাস্তার ওধারে পৌঁছে দিতে এগিয়ে আসেন এক ব্যক্তি। ছানাদের নিয়ে হাঁসগুলো ঠিকই ওপাড়ে পৌঁছাল, তবে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন সহায়তায় এগিয়ে আসা সেই ব্যক্তি।

ক্যালিফোর্নিয়ায় স্যাক্রামেন্টো থেকে প্রায় ২৫ মাইল উত্তরপূর্বের রকলিনে গত বৃহস্পতিবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম ক্যাসি রিভারা, বয়স ৪১ বছর। সিটি পুলিশ জানায়, রিভারাকে চাঁপা দেয়া গাড়িটি চালাচ্ছিল এক কিশোর, তবে তাকে আটক করা যায়নি। 

প্রত্যক্ষদর্শীর বরাতে রকলিন পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার দিকে ইন্টারসেকশনে ছানাসহ হাঁসের একটি দলকে রাস্তা পারাপারে সাহায্য করছিলেন রিভারা। এমন সময় বেপরোয়া গতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। গাড়ির চালকের আসনে ছিল এক কিশোর। 

রিভারাকে চাপা দিয়ে সে দ্রুত গতিতে পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী সামার পিটারসন বলেন, ‘আমরা বলাবলি করছিলাম -ওহ! তার কাজটি বেশ কিউট। কিন্তু হঠাৎ করেই একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।’

রিভারার এমন প্রাণীপ্রেম প্রশংসিত হচ্ছে ব্যাপকভাবে। তাকে সম্মান জানাতে দুর্ঘটনাস্থলে রাবারের হাঁস ও ফুল রেখে গেছেন অনেকে। 


0 মন্তব্য

মন্তব্য করুন