কায়রোতে ভবনধসে নিহত অন্তত ৯

টিবিএন ডেস্ক

জুলাই ১৭ ২০২৩, ২০:১৬

কায়রোতে একটি পাঁচতলা ভবনধসে অন্তত নয় জন প্রাণ হারিয়েছেন। ছবি: সংগৃহীত

কায়রোতে একটি পাঁচতলা ভবনধসে অন্তত নয় জন প্রাণ হারিয়েছেন। ছবি: সংগৃহীত

  • 0

ইজিপ্টের রাজধানী কায়রোতে সোমবার একটি পাঁচতলা ভবনধসে অন্তত নয় জন প্রাণ হারিয়েছেন।

ইজিপ্টের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ জানিয়েছে, শহরের কেন্দ্রস্থল থেকে দুই মাইল (৩.২ কিলোমিটার) দূরে হাদাইক এল কুব্বাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারীরা ধসে পড়া ভবন থেকে কমপক্ষে নয়টি মরদেহ উদ্ধার করেছেন এবং চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। সেই সঙ্গে ভবনের পাশের আরও একটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

প্রাথমিক পরিদর্শনের পর কায়রোর ডেপুটি গভর্নর হোসাম ফাওজি বলেন, নিচ তলার এক বাসিন্দার কারণে ভবনটি ধসে পড়েছে। ভবনে মেরামত কাজ চলার সময়ে ওই বাসিন্দা কয়েকটি ইট সরিয়ে ফেলেছিলেন। তাকে আটক করা হয়েছে।

ইজিপ্টের মিনিস্ট্রি অফ স্যোশাল সলিডারিটি বলেছে, নিহতদের পরিবারকে ৬০ হাজার পাউন্ড দেয়া হবে এবং আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার।


0 মন্তব্য

মন্তব্য করুন