মসজিদুল হারামের মিনারে নতুন ২ চাঁদ

টিবিএন ডেস্ক

জুন ১৩ ২০২৩, ১৪:০৭

মসজিদুল হারামের দুই মিনারে দুটি চাঁদের কাঠামো স্থাপন করা হয়েছে। ছবি: আরব নিউজ

মসজিদুল হারামের দুই মিনারে দুটি চাঁদের কাঠামো স্থাপন করা হয়েছে। ছবি: আরব নিউজ

  • 0

মক্কার গ্র্যান্ড মসজিদ, মসজিদুল হারামের কিং আবদুল আজিজ গেইটের কাছের মিনারে দুটি নতুন চাঁদের কাঠামো স্থাপন করা হয়েছে।

দুটি লোহার কাঠামোর চারপাশে কার্বন ফাইবারে মোড়ানো গিল্ড করা কাঁচ দিয়ে অর্ধ চাঁদের ডিজাইন দুটি তৈরি করা হয়েছে।

মসজিদুল হারাম ও মসজিদুল নববীর জেনারেল প্রেসিডেন্সির প্রজেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টাডিজ এজেন্সির আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আল-ওয়াকদানি বলেছেন, মিনারের চাঁদগুলো ইসলামিক ও গ্র্যান্ড মসজিদের স্থাপত্য শিল্পের অনন্য বৈশিষ্ট্য।

মসজিদুল হারাম ও মসজিদুল নববীর জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট ড. আবদুলরহমান আল-সৌদাইস জানান, মসজিদুল হারামের উন্নয়ন কাজের সঙ্গে জড়িত বেশ কয়েকটি সংস্থার সমন্বয়ে মিনার দুটিতে চাঁদ স্থাপনের কাজটি শেষ করা হয়েছে।

মসজিদুল হারামে মোট ১৩ টি মিনার রয়েছে।

এছাড়া রয়েছে কাবাঘর, কালো পাথর, জমজম কূপ, মাকামে ইব্রাহিম এবং সাফা ও মারওয়া পাহাড়সহ অন্যান্য উল্লেখযোগ্য স্থান।


0 মন্তব্য

মন্তব্য করুন