স্বামীর হত্যাকারীকে ক্ষমা করে আলিঙ্গন করলেন বিধবা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯ ২০২৫, ২২:৩১ হালনাগাদ: নভেম্বর ৫ ২০২৫, ৫:৫৮

খুনের আসামি জোসেফ টিলম্যানকে আলিঙ্গন করেন বিধবা রেজিনা জনসন।

খুনের আসামি জোসেফ টিলম্যানকে আলিঙ্গন করেন বিধবা রেজিনা জনসন।

  • 0

রেজিনার স্বামী চাক জনসনকে গাড়ি ধাক্কা দিয়ে হত্যা করে পালিয়ে গিয়েছিলেন টিলম্যান।

স্বামীর হত্যাকারীকে ক্ষমা করে দিয়ে আদালতে তাকে জড়িয়ে ধরে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেছেন জর্জিয়ার এক নারী।

আইউইটনেস নিউজ শনিবার জানায়, খুনের আসামি জোসেফ টিলম্যানকে আলিঙ্গন করেন বিধবা রেজিনা জনসন।

রেজিনার স্বামী চাক জনসনকে গাড়ি ধাক্কা দিয়ে হত্যা করে পালিয়ে গিয়েছিলেন টিলম্যান।

টিলম্যানের উদ্দেশে রেজিনা বলেন, তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন এবং ঈশ্বর তাকে ভালোবাসে।

এ নারী জানান, টিলম্যান চুপি চুপি বলেন, ‘আমি খুবই দুঃখিত। আমি খুবই দুঃখিত।’

ঘটনাটি দেখে হতবাক বিচারক জানান, এ রকম কিছু ইতোপূর্বে দেখেননি তিনি।

তিনি বলেন, ‘আমার মনে হয় না, এর আগে ভুক্তভোগীর স্ত্রী কর্তৃক আসামিকে আলিঙ্গন দেখেছি…।’

আসামি টিলম্যানের বিরুদ্ধে গাড়ি দিয়ে নরহত্যা ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ ছিল। তিনি আদালতে তার অপরাধ স্বীকার করেন।

আসামিকে ২০ বছরের কারাদণ্ড দেন বিচারক, তবে দুই বছরের পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করলে তার সাজা খাটা স্থগিত থাকবে।

মামলার বাদী রেজিনা জনসন ও চাক জনসনের দাম্পত্য জীবন ছিল ৫০ বছরের।